Advertisement
Advertisement
Central Government pension

৪০ থেকে ৪৫ শতাংশ পেনশন, চলতি বছরেই সরকারি কর্মীদের সুখবর দিতে পারে কেন্দ্র

আসন্ন নির্বাচনের কথা মাথায় রেখে পেনশন নিয়ে ঝুঁকি নিতে চায় না মোদি সরকার।

Central Government likely to provide 45 percent pension to employees | Sangbad Pratidin

ছবি: প্রতীকী

Published by: Anwesha Adhikary
  • Posted:June 22, 2023 2:45 pm
  • Updated:June 22, 2023 2:45 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কেন্দ্র সরকারি কর্মীদের (Central Government Employee) শেষ প্রাপ্ত বেতনের ৪০ থেকে ৪৫ শতাংশ পেনশন নিশ্চিত করতে পারে মোদি সরকার। মার্কেট-লিঙ্কড পেনশন স্কিমে আপত্তি তোলা রাজ‌্যগুলিকে স্বস্তি দিতেই কেন্দ্রের এই সিদ্ধান্ত বলে জানা গিয়েছে। এই প্রক্রিয়াটির সঙ্গে যুক্ত দুই উচ্চপদস্থ সরকারি আধিকারিককে উদ্ধৃত করে সংবাদ সংস্থা জানিয়েছে, কেন্দ্র পুরনো পেনশন স্কিমে (Pension Scheme) ফিরে যাবে না। তবে নতুন পেনশন স্কিমে (ন‌্যাশনাল পেনশন স্কিম) কিছু সংশোধন আনা হতে পারে।

[আরও পড়ুন: ‘বাংলার মানুষকে হতাশ করেছেন নির্বাচন কমিশনার’, বিতর্কের মধ্যে মুখ খুললেন রাজ্যপাল]

গত এপ্রিলে কেন্দ্র মার্কেট-লিঙ্কড পেনশন স্কিম পর্যালোচনার জন‌্য একটি কমিটি গঠন করে। বেশ কিছু রাজ‌্য নতুন পেনশন স্কিমে আপত্তি তুলেছে। তারমধ্যে বিজেপি শাসিত রাজ‌্যও রয়েছে। আবার, কয়েকটি বিরোধী শাসিত রাজ‌্য পুরনো পেনশন স্কিম ফিরিয়ে এনেছে। কিন্তু, কেন্দ্রীয় সরকারি কর্মীদের মধ্যেও নতুন পেনশন স্কিম নিয়ে বেশ ক্ষোভ রয়েছে।

Advertisement

কেন্দ্রের মোদি সরকার আসন্ন রাজ‌্য বিধানসভা ভোট ও আগামী বছরের লোকসভা নির্বাচনের (2024 Lok Sabha Election) কথা চিন্তা করে এই বিষয়টিতে মোটেই ঝুঁকি নিতে রাজি নয়। সূত্রের খবর, ২০০৪-এর পর দেশের সবচেয়ে বড় অর্থনৈতিক সংস্কার, ন‌্যাশনাল পেনশন স্কিম পুনঃপর্যালোচনার জন‌্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নিজে সংশ্লিষ্ট দফতরকে চাপ দিচ্ছেন।

Advertisement

[আরও পড়ুন: Panchayat Election 2023: তিনি কি পদত্যাগ করতে পারেন? জল্পনার মধ্যেই মুখ খুললেন রাজীব সিনহা]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ