Advertisement
Advertisement

Breaking News

Panchayat Election 2023

Panchayat Election 2023: তিনি কি পদত্যাগ করতে পারেন? জল্পনার মধ্যেই মুখ খুললেন রাজীব সিনহা

কী বললেন রাজ্য নির্বাচন কমিশনার?

Panchayat Election 2023: Rajiva Sinha speaks over his rumored resignation | Sangbad Pratidin
Published by: Subhajit Mandal
  • Posted:June 22, 2023 12:41 pm
  • Updated:June 22, 2023 2:11 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রাজভবন সূত্র বলছে, তাঁর জয়েনিং লেটার অর্থাৎ কাজে যোগদানের চিঠি নবান্নে ফেরত পাঠিয়ে দিয়েছেন রাজ্যপাল। শোনা যাচ্ছে, রাজভবনের বেনজির পদক্ষেপের পর রাজ্য নির্বাচন কমিশনারের পদ থেকে সরে যেতে পারেন তিনি। কিন্তু এ সব জল্পনাই একপ্রকার উড়িয়ে দিলেন রাজীবা সিনহা। তিনি বলছেন, এ সম্পর্কে কোনও তথ্যই তাঁর কাছে নেই।

রাজ্যপাল সি ভি আনন্দ বোস রাজ্য নির্বাচন কমিশনারের জয়েনিং লেটার ফেরত পাঠিয়েছেন। এ খবর প্রকাশ্যে আসার পরই রাজ্যের পঞ্চায়েত নির্বাচন (Panchayat Election 2023) বেনজির জটিলতার মুখে। এরপর কী হতে চলেছে, কমিশনারের ভবিষ্যৎ কী? রাজ্য নির্বাচন কমিশনারই বা কী পদক্ষেপ করবেন? সেসব নিয়ে জল্পনা চরমে। এরই মধ্যে বৃহস্পতিবার রাজীব সিনহাকে প্রশ্ন করা হয়, তিনি কি ‘স্টেপ ডাউন’ করছেন? উত্তরে রাজীব সংক্ষেপে বলেন, “এমন কোনও তথ্য পাইনি।” সম্ভবত তিনি বোঝাতে চাইলেন, রাজ্যপাল তাঁর জয়েনিং রিপোর্ট ফেরত পাঠিয়েছেন, তেমন কোনও তথ্য তাঁর কাছে নেই। নির্বাচন কমিশনারের এই সংক্ষিপ্ত উত্তরের পর অনেকের ধারণা, ইস্তফার জল্পনা আপাতত উড়িয়ে দিলেন রাজীব সিনহা।

Advertisement

[আরও পড়ুন: ওয়েস্ট ব্যাঙ্কে হামাস জঙ্গির গুলিতে নিহত ৪, বদলার আগুনে জ্বলছে ইজরায়েল]

বস্তুত, রাজ্য নির্বাচন কমিশনার হিসাবে রাজীব সিনহার (Rajiv Sinha) ভূমিকা নিয়ে দীর্ঘদিন ধরে সরব বিরোধীরা। আদালতও তাঁর কাজের ধরন নিয়ে প্রশ্ন তুলেছে। এর মধ্যে একবার তাঁকে রাজভবনে ডেকে পাঠিয়েছিলেন রাজ্যপাল। কিন্তু নির্বাচন কমিশনার ব্যস্ততার কারণ দেখিয়ে যাননি। এরই মধ্যে জানা গিয়েছে, নির্বাচন কমিশনারের জয়েনিং লেটার ফিরিয়ে দিয়েছেন। যার ফলে এই মুহূর্তে পঞ্চায়েত ভোটের পরতে পরতে অনিশ্চয়তা তৈরি হয়েছে।

Advertisement

[আরও পড়ুন: হাতিয়ার মাস্কের মন্তব্য, ‘টুল কিট গ্যাং’কে একহাত নিল বিজেপি]

এসবের মধ্যেই আবার রাজ্যপালকে তীব্র আক্রমণ করেছে তৃণমূল কংগ্রেস। শাসকদলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষের অভিযোগ, বিজেপির পার্টি অফিসে পরিণত হয়েছে রাজভবন (Raj Bhawan)। রাজ্যপাল ঘুরপথে পঞ্চায়েত ভোটে (WB Panchayat Election 2023) বাধা দেওয়ার চেষ্টা করছেন। কুণাল ঘোষ সাফ বলছেন, “এভাবে রাজ্যপাল যদি পঞ্চায়েত নির্বাচনে বাধা দেওয়ার চেষ্টা করেন, তাহলে সি ভি আনন্দ বোস বাংলা থেকে দূর হটো।”

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ