Advertisement
Advertisement

Breaking News

Amazon

অনলাইনে পাকিস্তানের পতাকা বিক্রি! আমাজন, ফ্লিপকার্টকে কড়া নোটিস কেন্দ্রের

যত তাড়াতাড়ি সম্ভব পতাকা বিক্রি বন্ধের নোটিসও দেওয়া হয়েছে।

Centre cracks down on online shopping sites for selling Pakistani flags
Published by: Sayani Sen
  • Posted:May 14, 2025 10:24 pm
  • Updated:May 14, 2025 10:44 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পহেলগাঁওতে ধর্ম পরিচয় বেছে বেছে জঙ্গি হামলার শিকার হন ২৬ জন নিরীহ মানুষ। তার পালটা ভারতীয় সেনার অপারেশন সিঁদুর। পাকিস্তানের মতো শত্রু দেশের বিরুদ্ধে প্রতিশোধের আগুনে ফুঁসছেন প্রায় সকলেই। তবে হুঁশ নেই যেন ই-কমার্স সংস্থাগুলির। স্রেফ মুনাফা লাভের আশায় এখনও অনলাইনে শত্রু দেশের পতাকা বিক্রির অভিযোগ উঠেছে। আর সে অভিযোগ পাওয়ামাত্রই নড়েচড়ে বসল ক্রেতাসুরক্ষা মন্ত্রক। আমাজন, ফ্লিপকার্ট, ইউবাই ইন্ডিয়া, দ্য ফ্ল্যাগ কোম্পানি, দ্য ফ্ল্যাগ কর্পোরেশনের মতো একাধিক ই-কমার্স সাইটগুলিকে নোটিস পাঠানো হয়েছে। যত তাড়াতাড়ি সম্ভব পতাকা বিক্রি বন্ধের নোটিস দেওয়া হয়েছে।

কেন্দ্রীয় ক্রেতাসুরক্ষা মন্ত্রকের মন্ত্রী প্রহ্লাদ যোশী বুধবার X হ্যান্ডেলে ই-কমার্স সাইটগুলির বিরুদ্ধে একহাত নেন। তিনি জানান, সিসিপিএ আমাজন, ফ্লিপকার্ট, ইউবাই ইন্ডিয়া, ইটসি, দ্য ফ্ল্যাগ কোম্পানি, দ্য ফ্ল্যাগ কর্পোরেশনের মতো বেশ কয়েকটি ই-কমার্স সংস্থাকে নোটিস পাঠিয়েছে। তাদের বিরুদ্ধে পাকিস্তানের পতাকা বিক্রির অভিযোগ উঠেছে। ওই সংস্থাগুলির কাজ ভাবাবেগে আঘাত লাগার মতো। এসব অসংবেদশীলতা সহ্য করা সম্ভব নয়। তাই অবিলম্বে দেশবিরোধী ওই জিনিসপত্র বিক্রি বন্ধ করতে বলা হয়েছে। এছাড়া তিনি ভারতের সমস্ত অনলাইন ব্যবসায়ীকে আইন মেনে ব্যবসা করার কথাও মনে করিয়ে দিয়েছেন।

উল্লেখ্য, ব্যবসায়ীদের সর্বভারতীয় সংগঠন কনফেডারেশন অফ অল ইন্ডিয়া ট্রেডার্সের প্রথমে বিষয়টি নজরে আসে। গত মঙ্গলবার কেন্দ্রীয় বাণিজ্য মন্ত্রী পীযূষ গোয়েল এবং ক্রেতাসুরক্ষা মন্ত্রী প্রহ্লাদ যোশীকে চিঠি দেন তাঁর। ওই চিঠিতে একাধিক অনলাইন শপিং সাইটের বিরুদ্ধে পাকিস্তানি পতাকা-সহ শত্রু দেশের নানা সামগ্রী বিক্রি হচ্ছে বলে জানানো হয়। অবিলম্বে ওই জিনিসপত্র বিক্রি নিষিদ্ধ ঘোষণার কথাও চিঠিতে উল্লেখ করা হয়। আর তাতেই নড়েচড়ে বসে ক্রেতাসুরক্ষা মন্ত্রক। এরপর একাধিক শপিং সাইটকে নোটিস পাঠানো হয়। অবিলম্বে ওই সমস্ত পাকিস্তানি সামগ্রী বন্ধের নির্দেশিকা জারি করা হয়।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement