Advertisement
Advertisement
Covid-19

ব্রিটেন থেকে দিল্লি এলেই ৭ দিনের কোয়ারেনটাইন বাধ্যতামূলক, নয়া নিয়মে ক্ষুব্ধ যাত্রীরা

লন্ডনে প্রতি ৩০ জন বাসিন্দার মধ্যে একজন এই মুহূর্তে করোনা পজিটিভ।

Chaos at delhi airport over change in quarantine rules |Sangbad Pratidin
Published by: Avijit Das
  • Posted:January 9, 2021 9:00 am
  • Updated:January 9, 2021 9:00 am

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কোভিড-১৯ (Covid-19) রিপোর্ট পজিটিভ আসুক বা নেগেটিভ, ব্রিটেন (Britain) থেকে দিল্লিতে আসা সমস্ত যাত্রীদের সাত দিনের জন্য হোটেল কিংবা লজে কোয়ারেন্টাইনে থাকা বাধ্যতামূলক করেছে দিল্লি সরকার। তবে সরকারের এই সিদ্ধান্তে বিপাকে পড়েছেন যাত্রীরা। ক্ষোভ উগরে দিয়েছেন তাঁরা।

টানা ১৬ দিন যাত্রী পরিষেবা বন্ধ থাকার পর শুক্রবার থেকেই ফের চালু হয় ভারত থেকে ব্রিটেনের বিমান পরিষেবা। কিন্তু দিল্লিতে নেমেই যাত্রীরা জানতে পারেন যে দিল্লি সরকার কোভিড-১৯ নিয়মাবলি পালটে ফেলেছে। যা জেনে অধিকাংশ যাত্রীই বিমানবন্দরে ক্ষোভে ফেটে পড়েন। 

Advertisement

[আরও পড়ুন: নিরীহ শুশুককে দগ্ধে দগ্ধে খুন! ভাইরাল ভিডিওই ধরিয়ে দিল ‘গুণধর’ যুবকদের

এয়ার ইন্ডিয়ার তরফ থেকে একটি টুইট করে শুক্রবার সন্ধেয় জানানো হয় যে লন্ডন থেকে পাড়ি দেওয়ার আগেই যাত্রীদের এই নতুন নিয়ম সম্পর্কে অবগত করা হয়েছিল। নতুন নিয়ম শুনে ২০ জন যাত্রী তাঁদের যাত্রা বাতিল করেন বলেও দাবি করেছে এই উড়ান সংস্থা। এছাড়াও উড়ান চলাকালীনও নতুন এই নির্দেশিকার কথা বারবার জানানো হয় যাত্রীদের। ব্রিটেনের নয়া স্ট্রেন যাতে ভারতে দ্রুত ছড়িয়ে না পড়ে, সেই কারণেই এই কড়াকড়ি।   

Advertisement

শনিবার উড়ান সংস্থা ভিস্তারার (Vistara) একটি বিমান ২৯১ জন যাত্রীকে নিয়ে দিল্লি পৌঁছবে। এছাড়া রবিবারও ব্রিটিশ এয়ারওয়েজ (British Airways) ও এয়ার ইন্ডিয়ার (Air India) একটি বিমান ৪৮১ জন যাত্রীকে নিয়ে দিল্লি নামবে। 

এদিকে, লন্ডনে করোনা ভাইরাসের নতুন স্ট্রেন দেখা দেওয়ার পর থেকেই সেখানকার পরিস্থিতির অবনতি শুরু করে। এই মুহূর্তে পরিস্থিতি এতটাই খারাপ যে  লন্ডনের মেয়র সাদিক খান (Sadiq Khan) জানান, সেখানে প্রতি ৩০ জন বাসিন্দার মধ্যে একজন এই মুহূর্তে করোনা পজিটিভ। পরিস্থিতি যদি এমনই খারাপ থাকে তাহলে আগামী দুই সপ্তাহর মধ্যেই হাসপাতালে বেডের সংখ্যায় ঘাটতি পড়বে বলেও দাবি করেন তিনি।    

গত এক সপ্তাহে প্রায় ২৭ শতাংশ বৃদ্ধি পেয়েছে লন্ডনে কোভিড আক্রান্তের সংখ্যা। ভেন্টিলেটর প্রয়োজন এমন রোগীর সংখ্যা বেড়েছে ৪২ শতাংশ। সব মিলিয়ে লন্ডনে পরিস্থিতি অত্যন্ত সংকটজনক। এই অবস্থায় আরও বেশি অর্থসাহায্য চেয়ে প্রধানমন্ত্রী বরিস জনসনকে (Boris Johnson) চিঠিও লিখেছেন মেয়র। তাঁর আশা এই পরিস্থিতির কথা মাথায় রেখে উপযুক্ত ব্যবস্থা নেবেন দেশের প্রধানমন্ত্রী।  

[আরও পড়ুন: বিহারে গরুচোর সন্দেহে তিন মদ্যপকে বেধড়ক মারধর উত্তেজিত জনতার, মৃত ১

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ