Advertisement
Advertisement

Breaking News

অনলাইন কেনাকাটির প্রতিবাদ, ওষুধ ব্যবসায়ীদের ধর্মঘটে ভোগান্তি

ভোগান্তির শিকার রোগী ও রোগীর পরিজনেরা৷

Chemists declare strike against e-pharmacies
Published by: Sayani Sen
  • Posted:September 28, 2018 5:27 pm
  • Updated:September 28, 2018 5:36 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অনলাইনে ওষুধ বিক্রির প্রতিবাদে কেন্দ্রের বিরুদ্ধে সোচ্চার দেশের ফার্মেসি সংস্থাগুলি৷ শুক্রবার গোটা দেশজুড়ে বন্ধ  ওষুধ বিক্রি৷  সমস্যায়  রোগী ও তাঁদের পরিজনেরা৷

[আরও ৪ সপ্তাহ গৃহবন্দি বুদ্ধিজীবীরা, ভীমা-কোরেগাঁও মামলায় সুপ্রিম রায়]

এখন মানুষের হাতে হাতে ঘুরছে স্মার্টফোন৷ দোকানে দোকানে গিয়ে কেনাকাটির থেকে অনেকটাই মন সরেছে আমজনতার৷ এক ক্লিকেই কেনাকাটিতে এখন বিশ্বাসী তাঁরা৷ নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র, জামাকাপড়, প্রসাধনী সামগ্রী-সহ বিভিন্ন জিনিসপত্র এখন অনলাইনেই কেনেন টেকস্যাভি মানুষ৷ প্রেসক্রিপশন হাতে দোকানে গিয়ে ওষুধ কেনার দিনও প্রায় শেষ৷ একে ওষুধের দামে ছাড় আবার তার উপর সময় কম নষ্ট হওয়ায় বেশীরভাগ মানুষই এখন অনলাইনেই ওষুধ কেনাকাটি করেন৷ অনলাইনে কেনাকাটির জেরে অধিকাংশ ওষুধের ব্যবসায়ীই সেভাবে বিক্রিবাটা করতে পারছেন না বলেই অভিযোগ৷ শুধু তাই নয়, অনলাইনে  অনেক সম ক্রেতাদের হাতে ভুল ওষুধও দেওয়া হচ্ছে বলে অভিযোগ ব্যবসায়ীদের৷ কেন্দ্রের কাছে স্মারকপত্র জমা দিয়ে বারবার এই সমস্যার কথা তুলে ধরেছেন অল ইন্ডিয়া অর্গানাইজেশন অফ কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট বা এআইওসিডি-র সদস্যরা৷ অনলাইনে ওষুধ কেনাকাটি বন্ধের দাবি জানিয়েছিলেন ওষুধ ব্যবসায়ীরা৷ কিন্তু সেই দাবি মেটেনি আজও৷  

Advertisement

[সার্জিক্যাল স্ট্রাইক দিবসের আগেই সেনার পরাক্রম পর্ব দেখলেন প্রধানমন্ত্রী মোদি]

দাবিপূরণ না হওয়ায় কেন্দ্রের বিরুদ্ধে সরব অল ইন্ডিয়া অর্গানাইজেশন অফ কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট৷  সংগঠনের সম্পাদক সন্দীপ নানগিয়া বলেন, ‘‘কেন্দ্রের তরফে কোনও সাহায্য না পেয়ে বাধ্য হয়েই শুক্রবার ধর্মঘটের ডাক দিয়েছি৷ গোটা দেশজুড়ে দোকান বন্ধ করে আন্দোলনে শামিল আমরা৷’’ প্রায় ১২ হাজার ওষুধ দোকানি ও পাইকারি ব্যবসায়ীরা এই আন্দোলনে অংশ নিয়েছেন৷ আন্দোলনের জেরে দেশের বিভিন্ন প্রান্তেই শুক্রবার বন্ধ রয়েছে ওষুধের দোকান৷ সেভাবে কোনও প্রচার ছাড়াই আচমকা ধর্মঘটে ভোগান্তির শিকার রোগী ও রোগীর পরিজনেরা৷ তবে কেন্দ্র কোনও ব্যবস্থা না নিলে আরও বড়সড় আন্দোলনেরও হুঁশিয়ারি দিয়েছেন ওষুধ ব্যবসায়ীরা৷

Advertisement

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ