Advertisement
Advertisement

Breaking News

প্রধানমন্ত্রীর অনুষ্ঠান সম্প্রচার না করার অভিযোগ! বরখাস্ত দূরদর্শন কর্মী

যদিও চিঠিতে বরখাস্তের কারণ উল্লেখ করেননি কর্তৃপক্ষ৷

Chennai Doordarshan official suspended for not telecasting Modi's speech
Published by: Tanujit Das
  • Posted:October 2, 2019 5:20 pm
  • Updated:October 2, 2019 5:20 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গত ৩০ সেপ্টেম্বর আইআইটি মাদ্রাজের পড়ুয়াদের মুখোমুখি হন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ কিন্তু সরকারি টিভি চ্যানেল হওয়া সত্ত্বেও, পড়ুয়াদের সঙ্গে প্রধানমন্ত্রীর সেই কথোপকথন সম্প্রচারিত হয়নি চেন্নাই দূরদর্শনে৷ সূত্রের খবর, উচ্চতর কর্তৃপক্ষের নির্দেশ থাকা সত্ত্বেও নরেন্দ্র মোদির অনুষ্ঠান সম্প্রচার আটকে দেন চেন্নাই দূরদর্শন কেন্দ্রের অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর আর বসুমতি৷ আর এই অভিযোগেই কঠোর শাস্তির মুখে পড়তে হল তাঁকে৷ অনির্দিষ্ট কালের জন্য এই শীর্ষ আধিকারিককে সাসপেন্ড করল উচ্চতর কর্তৃপক্ষ৷

[ আরও পড়ুন: ৫ বার মনোনীত হয়েও নোবেল পুরস্কার পাননি গান্ধীজি, কেন? ]

Advertisement

জানা গিয়েছে, যদিও চিঠিতে তাঁর বরখাস্ত হওয়ার কারণ উল্লেখ করা হয়নি৷ কিন্তু চেন্নাই দূরদর্শনের কর্মীদের একাংশে অনুমান, মাদ্রাজ আইআইটিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির অনুষ্ঠান সম্প্রচারিত না করার জন্যই, তাঁকে বরখাস্ত করা হয়েছে৷ সূত্রের খবর, ওইদিন মোদির অনুষ্ঠান সম্প্রচার হবে কিনা, তা প্রথমে উচ্চতর কর্তৃপক্ষের কাছে জানতে চান আর বসুমতি৷ উচ্চতর কর্তৃপক্ষের তরফেও সবুজ সংকেত দেওয়া হয়৷ কিন্তু অভিযোগ, তা সত্ত্বেও প্রধানমন্ত্রীর কথোপকথন সম্প্রচারিত হয়নি৷ যা স্পষ্ট নিয়মবিরুদ্ধ বলে মনে করছে উচ্চতর কর্তৃপক্ষ৷ এবং সেই কারণেই সেন্ট্রাল সিভিল সার্ভিস রুল ১৯৬৫-তে বরখাস্ত করা হয় তাঁকে৷

Advertisement

[ আরও পড়ুন: উৎসবের মরশুমে ১১দিন বন্ধ ব্যাংক! প্রস্তুতি নিন এখনই ]

জানা গিয়েছে, প্রধানমন্ত্রীর অনুষ্ঠানের সময় তামিল গান ও নাটকের একটি অনুষ্ঠান সম্প্রচার হয়েছিল ডিডি চেন্নাইতে৷ যা নজরে আসে প্রধানমন্ত্রীর দপ্তরের৷ সংশ্লিষ্ট দপ্তরের তরফে তথ্য ও সম্প্রচার মন্ত্রকের সঙ্গে যোগাযোগ করা হয়৷ এরপরই প্রসারভারতী কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করেন তাঁরা৷ সম্পূর্ণ বিষয়টি জানান হয় প্রসারভারতী কর্তৃপক্ষকে৷ এবং এরপরই সম্পূর্ণ ঘটনা প্রকাশ্যে আসে৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ