Advertisement
Advertisement

Breaking News

Commercial LPG

পাঁচ রাজ্যের ভোট মিটতেই বাড়ল বাণিজ্যিক গ্যাসের দাম

দীপাবলির আগেও বেড়েছিল বাণিজ্যিক গ্যাসের দাম।

Commercial LPG cylinder price hiked by Rs 22 | Sangbad Pratidin
Published by: Subhajit Mandal
  • Posted:December 1, 2023 9:09 am
  • Updated:December 1, 2023 9:09 am

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচন মিটতেই বাণিজ্যিক গ‌্যাসের (১৯ কেজি) দাম বাড়ল। এবার ২২ টাকা ৫০ পয়সা বেড়ে বাণিজ্যিক গ‌্যাসের সিলিন্ডারের কলকাতায় দাম হল ১৯০৮ টাকা। নয়া দাম কার্যকরী হচ্ছে ১ ডিসেম্বর থেকে।

বৃহস্পতিবার রাতে রাষ্ট্রায়ত্ত পেট্রোলিয়াম সংস্থা ইন্ডিয়ান অয়েলের তরফে জানানো হয়েছে ওই নতুন দামবৃদ্ধির কথা। তবে ১৪.২ কেজির গ্যাসের দাম ৯২৯ টাকাই থাকছে। সেপ্টেম্বর এবং অক্টোবরের শুরুতে দু’বার বাণিজ্যিক সিলিন্ডারের দাম কমেছিল। এরইমধ্যে দীপাবলির সপ্তাহ দুয়েক আগেই বাণিজ্যিক গ্যাসের দাম এক ধাক্কায় ১০১ টাকা বেড়েছিল। কিন্তু, গত ১৬ নভেম্বর সেই দাম ৫৭.৫০ টাকা কমে যায়।

Advertisement

[আরও পড়ুন: রাজস্থান, মধ্যপ্রদেশে গেরুয়া ঝড়, ছত্তিশগড়ে শেষ হাসি কংগ্রেসের! বলছে এক্সিট পোল]

ওয়াকিবহাল মহল আগেই আশঙ্কা করেছিল যে পাঁচ রাজ্যের ভোট মিটলেই রান্নার গ‌্যাসের দাম বাড়তে পারে। ফলে কলকাতায় নতুন দাম হয় ১৮৮৫.৫০ টাকা। হোটেল-রেস্তারাঁ ও ক‌্যাটারিং সার্ভিসে বাণিজ্যিক গ‌্যাস ব‌্যবহার হয়। মূল‌্যবৃদ্ধির বাজারে ফের একদফা বাণিজ্যিক গ‌্যাসের দাম (Commercial LPG cylinder prices) বাড়ায় রান্না করা খাবারের দাম বাড়বে।  এই দামবৃদ্ধির ফলে সাধারণ মানুষের উপর পরোক্ষে চাপ বাড়বে।

Advertisement

[আরও পড়ুন: ‘কিছুই বিনামূল্যে দেওয়া উচিত নয়’, এবার সরকারি ভর্তুকির বিরোধিতায় সরব নারায়ণ মূর্তি]

গত ৩০ অগস্ট শেষবার ভরতুকিহীন ১৪.২ কেজি রান্নার গ্যাস সিলিন্ডারের দাম পরিবর্তন হয়েছিল। তার ফলে আপাতত কলকাতায় প্রতিটি ১৪.২ কেজি সিলিন্ডারের দাম পড়ছে ৯২৯ টাকা। লোকসভা ভোটের আগে অবশ্য গৃহস্থালিতে ব্যবহৃত গ্যাসের দাম বৃদ্ধির সম্ভাবনা কম।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ