Advertisement
Advertisement
Andhra Pradesh

কন্ডোমে দলীয় প্রতীক, বাড়ি বাড়ি বিলি রাজনৈতিক দলগুলির, ভোটপ্রচারে নয়া হাতিয়ার অন্ধ্রে

ক্ষমতাসীন ওয়াইএসআর কংগ্রেস এবং প্রধান বিরোধী দল তেলুগু দেশম নেমেছে নয়া প্রচারে।

Condoms with party symbols in Andhra Pradesh | Sangbad Pratidin
Published by: Kishore Ghosh
  • Posted:February 22, 2024 12:57 pm
  • Updated:March 4, 2024 4:04 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রাজনীতিতে কন্ডোমের (Condom) ভূমিকা থাকতে পারে? অধিকাংশই বলবেন, বিষয়টা অদ্ভূত। তবে দক্ষিণের রাজ্য অন্ধ্রপ্রদেশে (Andhra Pradesh) সম্প্রতি সেই ঘটনায় দেখা গিয়েছে। লোকসভা নির্বাচনের আগে সেখানে রাজনৈতিক দলগুলির প্রচারের হাতিয়ার হয়ে উঠেছে কন্ডোম। একটি ভিডিওতে দেখা গিয়েছে, ক্ষমতাসীন ওয়াইএসআর কংগ্রেস পার্টি (YSR Congress Party) এবং প্রধান বিরোধী দল তেলুগু দেশম পার্টির (TDP) প্রতীক যুক্ত কন্ডোমের প্যাকেটগুলি দলীয় ক্যাডাররা ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে বিতরণ করছেন। (যদিও ভিডিওর সত্যতা যাচাই করেনি সংবাদ প্রতিদিন ডিজিটাল।) কিন্তু প্রশ্ন হল, কন্ডোমই কেন?

ভাইরাল ভিডিওতে ক্ষমতাসীন ওয়াইএসআর কংগ্রেস পার্টি (YSR Congress Party) এবং প্রধান বিরোধী দল তেলুগু দেশম পার্টির (TDP) ক্যাডারদের দলীয় প্রতীক যুক্ত কন্ডোমের প্যাকেটগুলি বিলি করতে দেখা গিয়েছে তো বটেই, এইসঙ্গে কীভাবে সরকারি সুবিধাভোগীর সংখ্যা কমানো যায় তা নিয়েও কথা বলতে শোনা গিয়েছে তাঁদের। এই কারণেই কি কন্ডোম? শাসক ও বিরোধী দুই দল একই কাজ করলেও কন্ডোম বিলি করা নিয়ে একে অপরের বিরুদ্ধে তোপ দাগা শুরু করেছে তারা।

Advertisement

 

Advertisement

[আরও পড়ুন: স্বামীর জোরাজুরিতে ইউটিউব দেখে বাড়িতেই প্রসব! মৃত্যু মা ও সদ্যোজাতের]

ওয়াইএসআর কংগ্রেস পার্টি এক্স হ্যান্ডেলে টিডিপিকে তোপ দেগে লিখেছে, আর কত নিচে নামবে রাজ্যের প্রধান বিরোধী দল। কন্ডোম-প্রচার নিয়ে পালটা শাসক দলের বিরুদ্ধে তোপ দেগেছে প্রধান বিরোধী দল।

 

[আরও পড়ুন: উত্তরপ্রদেশের পর নজরে দিল্লি, আসনরফা নিয়ে লুকোচুরি আপ-কংগ্রেসের, মিটবে সমস্যা?]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ