Advertisement
Advertisement
Congress

মোদির অনুকরণ! জ্বালানির মূল্যবৃদ্ধির প্রতিবাদে রাস্তায় নেমে থালা-ঘণ্টা বাজাবে কংগ্রেস

এমাসের শেষদিন থেকেই লাগাতার আন্দোলনের পথে কংগ্রেস।

Congress has announced a protest on March 31 against the increase in fuel prices | Sangbad Pratidin
Published by: Subhajit Mandal
  • Posted:March 26, 2022 4:54 pm
  • Updated:March 26, 2022 4:54 pm

সোমনাথ রায়, নয়াদিল্লি: করোনা মহামারীর বিরুদ্ধে লড়াইয়ে দেশবাসীকে আত্মবিশ্বাস জোগানো এবং একত্রিত করার লক্ষ্যে থালা বাজানোর নিদান দিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। মোদির সেই টোটকা নিয়ে কংগ্রেস কম মস্করা করেনি। কিন্তু এবার কংগ্রেস নিজেই মূল্যবৃদ্ধির প্রতিবাদ করতে গিয়ে মোদির দেখানো থালা বাজানোর পন্থা নিল। জ্বালানির মূল্যবৃদ্ধির প্রতিবাদে এমাসের শেষদিক থেকেই গণআন্দোলনের পন্থা নিয়েছে কংগ্রেস। তারই অংশ হিসাবে আগামী ৩১ মার্চ অভিনব কর্মসূচি নিয়েছে দেশের সর্ববৃহৎ বিরোধী দল।

শনিবার কংগ্রেসের (Congress) সাধারণ সম্পাদকদের বৈঠকে জ্বালানির মূল্যবৃদ্ধি নিয়ে দেশজুড়ে আন্দোলনের পন্থে নিয়েছে দলের শীর্ষ নেতৃত্ব। পেট্রল-ডিজেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে এমাসের শেষ থেকে গণআন্দোলনের পথে হাঁটতে চলেছে হাত শিবির। কর্মসূচি অনুযায়ী আগামী ৩১ মার্চ সকাল ১১টায় দেশজুড়ে কংগ্রেস কর্মীরা নিজেদের বাড়ির বাইরে গ্যাস সিলিন্ডার (LPG) রেখে তাতে মালা দিয়ে ঘণ্টা, ড্রাম বা অন্যান্য জিনিস বাজাবে। তারপর ২ এপ্রিল থেকে দেশের প্রতিটি জেলায় ‘মেহেঙ্গাই মুক্ত ভারত’ অর্থাৎ ‘মূল্যবৃদ্ধি মুক্ত ভারত’ নামের কর্মসূচি চলবে। জেলায় জেলায় কেন্দ্রীয় সরকারের নীতির বিরুদ্ধে মিছিল করবেন কংগ্রেস কর্মীরা। ৭ এপ্রিল রাজ্যস্তর ধরনা প্রদর্শন এবং মিছিলের আয়োজন করা হবে।

Advertisement

[আরও পড়ুন: উত্তরপ্রদেশ মন্ত্রিসভায় ৫২ জন মন্ত্রীর মধ্যে মুসলিম মাত্র এক! মহিলার সংখ্যা ১০ শতাংশেরও কম]

বস্তুত, পাঁচ রাজ্যের ভোট মিটতেই ফের বাড়তে শুরু করেছে জ্বালানির দাম। সিলিন্ডার প্রতি LPG’র দাম ইতিমধ্যেই দেশের কোনও কোনও প্রান্তে হাজার টাকা ছুঁয়েছে। পেট্রল-ডিজেলের দামও বাড়ছে হু হু করে। গত চারদিনে তিনবার বেড়েছে পেট্রোপণ্যের দাম। আজ সকালেই এর প্রতিবাদে সরব হয়েছিলেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী (Rahul Gandhi)। এদিন টুইটারে তিনি বলেন, “সাধারণ মানুষ যখন মূল্যবৃদ্ধির মারে ত্রস্ত, রাজা তখন নিজের মহল তৈরিতে ব্যস্ত।” এই কর্মসূচি ঘোষণার আগেই অবশ্য যুব কংগ্রেস কর্মীরা রাস্তায় নেমে পড়েছে।

Advertisement

[আরও পড়ুন: মোদির জীবনের অজানা কাহিনি নিয়ে তৈরি হল আলাদা ওয়েবসাইট, প্রচার করছেন কেন্দ্রের মন্ত্রীরা]

বস্তুত, পাঁচ রাজ্যের নির্বাচনের পর কংগ্রেসের অন্দরে মুষলপর্ব চলছে। শনিবারের সাধারণ সম্পাদক স্তরের বৈঠকেও সেই বিক্ষোভের আঁচ পড়ার কথা ছিল। আগামী দিনের কর্মপন্থা ঠিক করার কথা ছিল। আপাততো কংগ্রেসের শীর্ষ নেতারা দলের নেতাকর্মীদের রাস্তায় নামানোর পন্থে নিলেন।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ