Advertisement
Advertisement
Sonia Gandhi

মহিলা সংরক্ষণ বিলে ওবিসি কোটা নিয়ে সরব সোনিয়া গান্ধী

বিল পাশ হলে রাজীব গান্ধীর স্বপ্ন সার্থক হবে, বললেন সোনিয়া।

Congress Leader Sonia Gandhi’s OBC quota push in women’s quota bill | Sangbad Pratidin
Published by: Kishore Ghosh
  • Posted:September 20, 2023 1:18 pm
  • Updated:September 20, 2023 1:18 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সংসদে নিজের ভাষণে মহিলা সংরক্ষণ বিলকে (Women Reservation Bill) সমর্থন করলেন কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধী (Sonia Gandhi)। পাশাপাশি এসি, এসটি, ওবিসি সম্প্রদায়ের মহিলা জনপ্রতিনিধিদের জন্য আলাদা করে সংরক্ষণের দাবি জানালেন। এদিন বক্তব্যের শুরুতে আবেগপ্রবণ হয়ে পড়েন কংগ্রেস নেত্রী। বলেন, “আমার স্বামী প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গান্ধী প্রথমবার মহিলাদের প্রতিনিধিত্ব নির্ধারণে সাংবিধানিক সংশোধনী এনেছিলেন।”

লোকসভা ভোটের কথা মাথায় রেখে মহিলা সংরক্ষণ বিল পাশে যেমন আগ্রহী মোদি সরকার, তেমনই এই বিষয়ে একমত বিরোধীরাও। বুধবার নিজের ভাষণে সোনিয়া দাবি করেন, অবিলম্বে এই বিল পাশ জরুরি। দেরি মানেই ভারতের মেয়েদের সঙ্গে অবিচার। এইসঙ্গে তফসিলি জাতি এবং উপজাতিদের জন্য আসন সংরক্ষণেরও দাবি জানান । সোনিয়া বলেন, “নারী সংরক্ষণ বিল বাস্তবায়নে দেরি হলে ভারতীয় নারীদের প্রতি চরম অবিচার হবে। সমস্ত বাধা অতিক্রম করে অবিলম্বে নারী সংরক্ষণ বিল বাস্তবায়ন প্রয়োজন। তা সম্ভবও।”

Advertisement

[আরও পড়ুন: সংবিধান থেকে উধাও ‘সেকুলার’ ও ‘সোশালিস্ট’, কেন্দ্রের বিরোধিতায় সরব কংগ্রেস]

সোনিয়া আরও জানান, বিলটি প্রথমবার এনেছিলেন তাঁর স্বামী, প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গান্ধী। বলেন, “এই বিল আমার নিজের জীবনেও একটি আবেগময় মুহূর্ত। প্রথমবার স্থানীয় নির্বাচনে মহিলাদের প্রতিনিধিত্ব বাড়াতে সাংবিধানিক সংশোধনী এনেছিলেন আমার জীবনসঙ্গী রাজীব গান্ধী। যদিও রাজ্যসভায় ৭ ভোটে পরাজয়ে তা পাশ করা যায়নি।” তাঁর কথায়, “রাজীবের স্বপ্ন সার্থক হবে মহিলা সংরক্ষণ বিল পাশ হলে।”

Advertisement

[আরও পড়ুন: মেটাতে পারেননি ৩ হাজার টাকা, বাজারের মাঝে ব্যবসায়ীকে বিবস্ত্র করে মারধর! গ্রেপ্তার ২]

প্রসঙ্গত, লোকসভায় (Loksabha) মঙ্গলবার পেশ হয়েছে মহিলা সংরক্ষণ বিল। আইনমন্ত্রী অর্জুন রাম মেঘওয়াল বিলটি পেশ করেন। দীর্ঘ আলোচনার পর নতুন সংসদ ভবনে এই বিল পেশ হয়। ওয়াকিবহাল মহলের অনুমান, লোকসভা নির্বাচনের আগে মহিলা ভোটারদের মন জয় করতেই এই বিল পাশের সিদ্ধান্ত নিয়েছে মোদি সরকার। 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ