Advertisement
Advertisement

Breaking News

কালো বাক্স রহস্য

কী আছে মোদির হেলিকপ্টার থেকে নামা কালো বাক্সে? প্রশ্ন তুলে কমিশনে কংগ্রেস

সিসিটিভ ফুটেজ ভাইরাল হতেই মাথাচাড়া দিয়েছে বিতর্ক৷

Congress lodged a complain against BJP over black box issue
Published by: Sayani Sen
  • Posted:April 15, 2019 10:02 am
  • Updated:April 17, 2019 3:51 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: হেলিকপ্টার থেকে একটি বাক্স নামানো হল। ওই বাক্স দু’দিক থেকে ধরে রয়েছেন দু’জন৷ তাঁরা ওই বাক্সটি হাতে নিয়ে খুব জোরে দৌড়ে এগিয়ে চলেছেন৷ লক্ষ্য সামনে দাঁড়িয়ে থাকা একটি সাদা গাড়ি৷ কয়েক মিনিটের মধ্যেই ওই গাড়ির সামনে পৌঁছে যান দু’জন৷ বাক্স রেখে দেওয়া হয় গাড়ির ভিতর৷ তারপর তা দ্রুত গতিতে বেরিয়ে যায়৷ কয়েক মিনিটের এই সিসিটিভি ফুটেজ নিয়েই মাথাচাড়া দিয়েছে বিতর্ক৷ আর বিতর্ক হবে নাই বা কেন? কারণ, যে সে নয় এক্কেবারে দেশের প্রধানমন্ত্রীর কর্ণাটক সফরের চপার থেকেই নামানো হয়েছে ওই বাক্স৷ আদতে ওই কালো বাক্সের মধ্যে কী রয়েছে, তা নিয়ে বাগযুদ্ধে শামিল বিরোধীরা৷

[ আরও পড়ুন: লং মার্চের আঁতুড়ঘরে ভোটে পুঁজি চাষির হাহাকারই]

রাজ্য কংগ্রেস সভাপতি দীনেশ গুন্ডুরাও সিসিটিভি ফুটেজটি নিয়ে টুইট করেন৷ তাঁর অভিযোগ, ‘‘একটি কালো বাক্স চিত্রদুর্গে প্রধানমন্ত্রীর হেলিকপ্টার থেকে নেমেছে। তারপরেই সেটিকে একটি সাদা গাড়িতে চাপিয়ে পাচার করা হয়েছে। নির্বাচন কমিশনের খতিয়ে দেখা উচিত, এই বাক্সে কী ছিল? গাড়িটাই বা কার?’’ এরপর রবিবার দিল্লিতে এআইসিসি দপ্তরে এই বাক্স কাণ্ড নিয়ে সাংবাদিক বৈঠক করে কংগ্রেস। সকলের সামনে তুলে ধরা হয়েছে মিনিটখানেকের সিসিটিভি ফুটেজ৷ দলের তরফে আনন্দ শর্মা বলেন, ‘‘ভোটের সময় কোনও মন্ত্রী, কোনও নেতা এমন কিছু নিয়ে যেতে পারেন না, যাতে অবাধ নির্বাচনে ব্যাঘাত ঘটতে পারে। আর এটি তো খোদ প্রধানমন্ত্রীর হেলিকপ্টার। যেখানে এসপিজি-র পরীক্ষা ছাড়া কিছু যাওয়ার উপায় নেই। এই বাক্সে যদি নগদ টাকা না থাকে, তাহলে সেটি এসিপিজি-ই জানাক। সে বাক্সে কী রাখা হয়েছিল, কেনই বা কনভয়ের বাইরে একটি গাড়িতে তা তুলে উধাও হয়ে গেল?’’

Advertisement

[আরও পড়ুন: ড্রিম গার্ল ছাড়া উন্নতি অসম্ভব, স্ত্রী’র প্রচারে মথুরার জনসভায় বললেন ধর্মেন্দ্র]

ভোটের মুখে এই বাক্স রহস্য নিয়ে বেশ অস্বস্তিতে গেরুয়া শিবির৷ দুর্নীতি প্রসঙ্গে পালটা কংগ্রেসকে খোঁচা দিয়েছেন তাঁরা৷ বিজেপি নেতা জি ভি এল নরসিমহা রাও বলেন, ‘‘কোটি কোটি টাকার দুর্নীতি হয় তুঘলক রোডে। রাহুল নিজে চুরি করে অন্যের বিরুদ্ধে অভিযোগ করেন।’’ রহস্যময় ওই বাক্স রহস্যের জল যদিও নির্বাচন কমিশন পর্যন্ত গড়িয়েছে৷ নির্বাচন কমিশনের তরফে এ বিষয়ে কী পদক্ষেপ নেওয়া হয়, সেদিকেই তাকিয়ে রাজনৈতিক মহল৷

Advertisement

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ