Advertisement
Advertisement

Breaking News

কংগ্রেস

আপের সঙ্গে জোট জল্পনার অবসান, দিল্লির ছয় আসনে প্রার্থী ঘোষণা কংগ্রেসের

পূর্ব দিল্লি আসনে গৌতম গম্ভীরকে প্রার্থী করল বিজেপি।

Congress released candidate names for six seats of Delhi
Published by: Tanujit Das
  • Posted:April 22, 2019 5:09 pm
  • Updated:April 22, 2019 9:35 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আপের সঙ্গে জোটের আর কোনও সম্ভাবনাই আর রইল না৷ একলা চলার বার্তা দিয়ে দিল্লির ছয় আসনে প্রার্থী ঘোষণা করল কংগ্রেস৷ রাজধানীর ভোট বৈতরণী পার করতে তিনবারের মুখ্যমন্ত্রী শীলা দীক্ষিতের উপর’ই ভরসা রাখলেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী৷

[আরও পড়ুন: আদিবাসীদের জমি কেড়ে নেওয়ার জবাব পাবে বিজেপি, দাবি আহমেদ প্যাটেলের ]

Advertisement

তামিলনাড়ু-কর্ণাটক-বিহারে হলেও, উত্তরপ্রদেশে মহাজোটের সঙ্গী হয়নি কংগ্রেস৷ গেরুয়া শিবিরের বিরুদ্ধে লড়তে দীর্ঘদিনের বিবাদ মিটিয়ে একজোট হয়েছে সপা-বসপা৷ কিন্তু সেই দলে নাম লেখাননি কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী৷ কয়েকটি ছোট আঞ্চলিক দলের সঙ্গে জোট করেই উত্তরপ্রদেশে লড়ছে কংগ্রেস৷ ফলে দিল্লির দিকে বিশেষ নজর ছিল সকলের৷ বিজেপির বিরুদ্ধে লড়তে সেখানে আদৌ কি হাত মেলাবেন রাহুল গান্ধী ও অরবিন্দ কেজরিওয়াল? সেই প্রশ্নই ঘুরপাক খাচ্ছিল রাজনৈতিক মহলের একাংশে৷ তবে, সম্ভবনায় বারবারই জল ঢেলেছেন দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী শীলা দীক্ষিত৷ সর্বোচ্চ নেতৃত্বকে সর্বদাই একলা চলার বার্তা দিয়েছেন তিনি৷ তাঁর বিপরীত অবস্থানে থেকে উলটো বার্তা দিয়েছেন অজয় মাকেন ও পিসি চাকোর মতো কংগ্রেস নেতারা৷ তবে, সোমবার প্রার্থী তালিকা ঘোষণা হওয়ার পর বোঝা গেল, শীলা দীক্ষিতের অভিজ্ঞতার উপরই ভরসা রাখলেন রাহুল গান্ধী৷ তাঁর কথায় সিলমোহর দিয়ে রাজধানীতে একলা চলার পথেই হাঁটল কংগ্রেস৷

Advertisement

[আরও পড়ুন: ‘রাফালে নিয়ে ভুল বলেছিলাম’, সুপ্রিম কোর্টে স্বীকারোক্তি রাহুলের ]

তালিকায় দেখা যাচ্ছে, শীলা দীক্ষিত প্রতিদ্বন্দ্বিতা করবেন দিল্লি উত্তর-পূর্ব আসন থেকে৷ তাঁর প্রতিপক্ষ দিল্লির বিজেপির সভাপতি তথা প্রখ্যাত অভিনেতা মনোজ তেওয়ারি৷ অজয় মাকেন লড়বেন নয়াদিল্লি আসনে৷ কংগ্রেস নেতা অরবিন্দর সিং লাভলিকে দাঁড় করানো হয়েছে পূর্ব দিল্লি থেকে৷ জেপি আগরওয়াল লড়ছেন চাঁদনি চক থেকে৷ চাঁদনি চক আসনে এতদিন লড়তেন কপিল সিব্বল।তবে, দিল্লির প্রথম তালিকায় তাঁর নাম নেই।রাজেশ লিলোথিয়া প্রতিদ্বন্দ্বিতা করছেন উত্তর-পশ্চিম দিল্লি আসন থেকে৷ এবং মহাবল মিশ্র লড়ছেন পশ্চিম দিল্লি আসন থেকে৷ দক্ষিণ দিল্লি আসনে প্রার্থী ঘোষণা করেনি কংগ্রেস৷ সূত্রের খবর, সেখান থেকে প্রার্থী করা হতে পারে ৮৪-র সংঘর্ষের অভিযুক্ত তথা কংগ্রেস নেতা সজ্জন কুমারের ভাই রমেশ কুমারকে৷ 

এদিকে, দিল্লির দুটি আসনে প্রার্থী ঘোষণা করেছে বিজেপি। আর তাতে রীতিমতো চমক রয়েছে। পূর্ব দিল্লি আসনে প্রার্থী হচ্ছেন সদ্য দলে যোগ দেওয়া ক্রিকেটার গৌতম গম্ভীর। অন্যদিকে পশ্চিম দিল্লিতে প্রার্থী হচ্ছেন মীনাক্ষী লেখি।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ