Advertisement
Advertisement

Breaking News

Corona

চব্বিশ ঘণ্টায় মহারাষ্ট্রে মৃত ২৯৫, আক্রান্ত প্রায় পনেরো হাজার

অধিবেশন নিয়ে অনিশ্চয়তা।

Corona Live Update: School, college remain closed till 20 September in Bengal

ফাইল ছবি

Published by: Sayani Sen
  • Posted:August 26, 2020 8:27 am
  • Updated:August 26, 2020 10:53 pm

লাগামহীন করোনা সংক্রমণ। ভারতে এ পর্যন্ত আক্রান্ত ৩২ লক্ষ ৩৪ হাজার ৪৭৫ জন। মৃত্যু হয়েছে ৫৯ হাজার ৪৪৯ জনের। রাজ্যে সংক্রমিত ১,৪৪,৮০১ জন। আর মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২,৯০৯ জন। জেনে নিন করোনা সম্পর্কিত সমস্ত আপডেট:

রাত ১০.০০: একদিনে রাজস্থানে করোনায় ১ হাজার ৩৪৫ জন। মৃত্যু হয়েছে ১২ জনের। সব মিলিয়ে ওই রাজ্যে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৭৪ হাজার ৬৭০।

Advertisement

রাত ৯.১০: একদিনে ২৫ জন আধাসামরিক বাহিনীর জওয়ান-সহ করোনায় আক্রান্ত ১৪১ জন। সব মিলিয়ে ওই রাজ্যে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৫ হাজার ৫৮৫ জন।

রাত ৮.৫০: করোনা আবহে রাজ্যে পর্যটকদের প্রবেশের জন্য নয়া নিয়ম আনল হিমাচল প্রদেশ সরকার।  রাজ্যে প্রবেশ করেত হলে এবার থেকে করোনা পরীক্ষার রিপোর্ট দেখতে হবে পর্যটকদের।

রাত ৮.৩৪: গত ২৪ ঘণ্টায় পশ্চিমবঙ্গে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ২ হাজার ৯৭৪ জন। যার মধ্যে শুধু কলকাতায় আক্রান্ত ৫৫৪ জন। তবে কলকাতার তুলনায় এদিন সামান্য কম উত্তর ২৪ পরগনার সংক্রমিতের সংখ্যা। সেখানে একদিনে সংক্রমিত ৫১২ জন। রাজ্যে একদিনে মৃত্যু হয়েছে ৫৫ জনের। 

রাত ৮.১৮: গত চব্বিশ ঘণ্টায় মহারাষ্ট্রে করোনা আক্রান্ত ১৪ হাজার ৮৮৮ জন। মৃত্যু হয়েছে ২৯৫ জনের।  

রাত ৮.০০: করোনা আবহে সংক্রমণ ঠেকাতে ওড়িশায় দুর্গাপুজো পর্যন্ত বন্ধ থাকবে স্কুল ও কলেজ।

সন্ধে ৬.৫০: দুদিন পরেই পাঞ্জাবের বিধানসভা অভিবেশন শুরু হওয়ার কথা। তার আগেই করোনা আক্রান্ত পাঞ্জাবের ২৩ জন বিধায়ক।

সন্ধে ৬.৯: কেরলে নতুন করে আক্রান্ত ২৪৭৬ জন।

সন্ধে ৬: হিমাচল প্রদেশে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ৫২৩১। 

বিকেল ৫: ২০ সেপ্টেম্বর পর্যন্ত বন্ধ থাকবে রাজ্যের সমস্ত স্কুল-কলেজ, জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ১৭ সেপ্টেম্বর পর্যন্ত চলবে সাপ্তাহিক লকডাউন। ৭, ১১, ১২ সেপ্টেম্বর রাজ্যে সম্পূর্ণ লকডাউন। 

বিকেল ৪.৫০: ৯৪ বছর বয়সি মহিলা এবং তাঁর মেয়ে করোনা মুক্ত।

দুপুর ৩.৫৩: নিট পিছনোর দাবি যুক্তিহীন, জানালেন কর্ণাটকের উপ মুখ্যমন্ত্রী। 

দুপুর ৩.৪৭: করোনা আক্রান্ত অভিনেত্রী তামান্ন ভাটিয়ার বাবা এবং মা। সোশ্যাল মিডিয়ায় নিজেই সেকথা জানান অভিনেত্রী। তবে তামান্ন এবং তাঁর পরিবারের বেশ কয়েকজনের করোনা পরীক্ষা রিপোর্ট নেগেটিভ এসেছে। 

দুপুর ৩.৪২: বিধি মেনে করা যাবে দুর্গাপুজো। পুজো কমিটিগুলিকে জানাল কটক প্রশাসন।

দুপুর ২.৪৯: নিট ও জয়েন্ট পিছনোর দাবিতে সব রাজ্যের মুখ্যমন্ত্রীদের জোটবদ্ধ হওয়ার ডাক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। 

দুপুর  ২.১৩: হিমাচল প্রদেশে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ৫ হাজার ২০৬ জন।

দুপুর ১.৪৯: বিহারে নতুন করে আক্রান্ত ২ হাজার ১৬৩ জন।

দুপুর ১.০৫: দিল্লিতে শেষ কয়েকদিনে বেড়েছে আক্রান্তের সংখ্যা। তবে সুস্থতার হার যথেষ্ট আশাব্যঞ্জক। রাজধানীতে করোনামুক্ত হয়েছেন ৯০ শতাংশ রোগী, জানালেন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল।

বেলা ১২.২৩: অসমের প্রাক্তন মুখ্যমন্ত্রী তরুণ গগৈ করোনা আক্রান্ত।

বেলা ১২.১৬: পুদুচেরিতে নতুন করে করোনা আক্রান্ত ৫১১ জন।

বেলা ১২.০৬: কাঠমান্ডুতে করোনা সংক্রান্ত বিধিনিষেধ ২ সেপ্টেম্বর পর্যন্ত জারি থাকবে।

সকাল ১১.৩৩: গত ২৪ ঘণ্টায় মহারাষ্ট্রে নতুন করে করোনা আক্রান্ত ১২২ জন পুলিশকর্মী।

সকাল ১১.২৬: ওড়িশায় নতুন করে করোনা আক্রান্ত ৩ হাজার ৩৭১ জন।

সকাল ১১.২১: এখনও কোমাচ্ছন্ন প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়।

সকাল ১১.১৬: বৈঠকে যোগ দিতে মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের বাসভবনে পৌঁছলেন স্বাস্থ্যমন্ত্রী।

সকাল ১১: থানেতে করোনা সংক্রমিতের সংখ্যা পেরল ১ লক্ষের গণ্ডি।

সকাল ১০.৪১: রাজস্থানে নতুন করে আক্রান্ত ৬১০ জন।

সকাল ১০.০২: আজ থেকে খুলল পদ্মনাভস্বামী মন্দির।

সকাল ৯.৩৩: দেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত ৬৭ হাজার ১৫১ জন। মৃত্যু হয়েছে ১ হাজার ৫৯ জন। তার ফলে দেশে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ৩২ লক্ষ।

সকাল ৯.০৬: ২৫ আগস্ট পর্যন্ত মোট কোভিড পরীক্ষা হয়েছে ৩ কোটি ৭৬ লক্ষ ৫১ হাজার ৫১২ জনের। 

সকাল ৮.৫৬:  দিল্লির বর্তমান কোভিড পরিস্থিতি নিয়ে বৈঠক ডাকলেন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল।

সকাল ৮.১৩: করোনা মোকাবিলায় ব্রহ্মাস্ত্রের কাজ করছে টেস্টিং, জানাল স্বাস্থ্যমন্ত্রক।

সকাল ৭.৫০: হরিয়ানায় আজ থেকে শুরু বিধানসভার অধিবেশন। তবে করোনা আক্রান্ত হওয়ায় মুখ্যমন্ত্রী মনোহর লাল খাট্টার তাতে যোগ দেবেন না।  

সকাল ৭.১০: মিজোরামে নতুন করে করোনা আক্রান্ত ১৪ জন।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ