Advertisement
Advertisement

Breaking News

চিকিৎসক

করোনা জয়ী চিকিৎসককে বাড়িতে ঢুকতে বাধা, হুমকি প্রতিবেশীদের

আতঙ্কে দিন কাটছে মহিলা চিকিৎসকের।

Corona surviver woman doctor gets threats by neighbour
Published by: Sayani Sen
  • Posted:May 14, 2020 2:30 pm
  • Updated:May 14, 2020 2:30 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: চিকিৎসাকেই পেশা হিসাবে বেছে নিয়েছিলেন তিনি। তাই করোনা সংক্রমণের আশঙ্কায় সকলে যখন ঘরে দরজা বন্ধ করে বসেছিলেন, তখন তাঁকে বেরতে হয়েছিল বাইরে। বহু রোগীর সংস্পর্শেও এসেছিলেন তিনি। তার ফলে খুব সহজেই তাঁর শরীরেও থাবা বসিয়েছিল করোনা। বাধ্য হয়ে ভরতি হতে হয়েছিল হাসপাতালে। চিকিৎসার পর গাইডলাইন মেনে দুবার Covid-19 টেস্ট হয়েছে তাঁর। দু’টি রিপোর্টই নেগেটিভ। তাই এখন সুস্থ তিনি। কিন্তু দক্ষিণ দিল্লির বসন্তকুঞ্জে নিজের বাড়িতে ঢুকতে গিয়ে চূড়ান্ত হেনস্তার শিকার হলেন ওই মহিলা চিকিৎসক।

মহিলা চিকিৎসক জানান, বসন্তকুঞ্জ এলাকায় একটি বাড়িতে একাই থাকেন তিনি। স্থানীয় এক হাসপাতালে আইসোলেশন ওয়ার্ডে করোনা আক্রান্ত হয়ে ভরতি ছিলেন তিনি। গত ১৩ মে সুস্থ হয়ে বাড়ি ফেরেন ওই মহিলা চিকিৎসক। অভিযোগ, ঘরে ঢোকামাত্রই এক প্রতিবেশী তাঁর কাছে আসেন। করোনা আক্রান্ত হয়েছিলেন বলে তাঁকে কিছুতেই এই ঘরে থাকতে দেওয়া যাবে না বলেই দাবি করেন ওই প্রতিবেশী।

Advertisement

[আরও পড়ুন: সুযোগের সদব্যবহার! ব্যাংকের ১০০ শতাংশ বকেয়া মেটাতে চান ঋণখেলাপী বিজয় মালিয়া]

তাঁকে বারবার তিনি বোঝানোর চেষ্টা করেন তাঁর দুটি রিপোর্টই নেগেটিভ এসেছে। কিন্তু ওই রিপোর্টে বিশ্বাস করতে চাননি প্রতিবেশীরা। তার দাবি, শুধুমাত্র চিকিৎসক বলে পরিচিতির সুবাদেই তিনি ভুয়ো রিপোর্ট দেখাচ্ছেন। এরপর ওই চিকিৎসককে ঘরের ভিতরে প্রতিবেশীরা তালাবন্দি করে দেন বলেও অভিযোগ। ওই প্রতিবেশী সেই সময় হুমকির সুরে তাঁকে বলেন, “আমি দেখছি কীভাবে আপনি বাইরে বেরোন। এখন আপনাকে এখানেই থাকতে হবে। যাকে খুশি ফোন করে অভিযোগ জানান।”

Advertisement

মানসিক চাপ সহ্য করতে না পেরে বাধ্য হয়ে পুলিশে ফোন করেন ওই মহিলা চিকিৎসক। তাঁর হাসপাতালের এক চিকিৎসককেও গোটা বিষয়টি জানান তিনি। তারপর পুলিশ ঘটনাস্থলে পৌঁছয়। ওই মহিলা চিকিৎসককে উদ্ধার করে। তাঁর অভিযোগের ভিত্তিতে ঘটনা তদন্ত শুরু হয়েছে। তবে এই ঘটনার পর থেকে আতঙ্কে দিন কাটছে মহিলা চিকিৎসকের।

[আরও পড়ুন: মিলবে ৩ বছর কাজ করার সুযোগ, আম জনতার জন্য নয়া ভাবনা ভারতীয় সেনার]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ