সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: টিকাকরণ শুরুর পাঁচদিনের মধ্যেই প্রথম বড় মাইলফলক ছুঁয়ে ফেলল ভারত। প্রথম দিনই বিশ্বরেকর্ড গড়ে ২ লক্ষ ৭ হাজারের বেশি মানুষ করোনার টিকা পেয়েছিলেন। বৃহস্পতিবার মোট টিকা গ্রহীতার সংখ্যা পেরিয়ে গেল ১০ লক্ষ। শুক্রবার পর্যন্ত দেশে সব মিলিয়ে ১০ লক্ষ ৪৩ হাজার ৫৩৪ জন ভ্যাকসিন পেয়েছেন। এদিকে, ভ্যাকসিন প্রাপকের সংখ্যায় মাইলফলক পেরনোর পাশাপাশি করোনা সংক্রমণের গ্রাফেও স্বস্তি পেয়েছে ভারত। দু’দিন পরপর বৃদ্ধি পাওয়ার পর শুক্রবার খানিকটা কমেছে দৈনিক সংক্রমণ।
India reports 14,545 new #COVID19 cases, 18,002 discharges, and 163 deaths in last 24 hours, as per Union Health Ministry
Total cases: 1,06,25,428
Active cases: 1,88,688
Total discharges: 1,02,83,708
Death toll: 1,53,032Total vaccinated: 10,43,534 pic.twitter.com/kZppgyGnMZ
— ANI (@ANI) January 22, 2021
শুক্রবার সকালে স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের (Ministry of Health and Family Welfare) দেওয়া পরিসংখ্যান বলছে, গত ২৪ ঘণ্টায় দেশে ১৪ হাজার ৫৪৫ জন করোনা (Coronavirus) আক্রান্ত হয়েছেন। যা বৃহস্পতিবারের থেকে হাজারখানেক কম। ফলে দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১ কোটি ৬ লক্ষ ২৫ হাজার ৪২৮ জন। স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী, আপাতত মোট মৃতের সংখ্যা ১ লক্ষ ৫৩ হাজার ৩২ জন। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ১৬৩ জনের। এই সংখ্যাটা অবশ্য আগের দিনের থেকে সামান্য বেশি।
[আরও পড়ুন: ভারতের অর্থনৈতিক উন্নতি দেখে চমকে গিয়েছে বিশ্ব, দাবি অমিত শাহের]
এদিকে, গত ২৪ ঘণ্টায় দেশে রোগমুক্ত হয়েছেন ১৮ হাজার ২ জন। যা দৈনিক আক্রান্তের থেকে অনেকটাই বেশি। আগের দিনের তুলনায় সুস্থতার সংখ্যাটা খানিকটা কম হলেও এই সংখ্যাটা স্বস্তি দিচ্ছে স্বাস্থ্যমন্ত্রককে। এর ফলে মোট অ্যাকটিভ কেস অনেকটা কমে দাঁড়িয়েছে ১ লক্ষ ৮৮ হাজার ৬৮৮ জনে। এখনও পর্যন্ত করোনাজয়ীর সংখ্যা ১ কোটি ২ লক্ষ ৮৩ হাজার ১০৮ জন।
সব খবরের আপডেট পান সংবাদ প্রতিদিন-এ
Highlights