Advertisement
Advertisement

Breaking News

Coronavirus

Coronavirus: দেশের দৈনিক সংক্রমণ ১৯ হাজারের নিচে, ১৯২ দিনের মধ্যে সর্বনিম্ন অ্যাকটিভ কেস

খানিকটা চিন্তা বাড়াচ্ছে দেশের দৈনিক মৃত্যু।

Coronavirus: India reports 18,870 new COVID-19 cases, 28,178 recoveries | Sangbad Pratidin
Published by: Subhajit Mandal
  • Posted:September 29, 2021 9:47 am
  • Updated:September 29, 2021 9:53 am

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ২০১ দিন পর গতকালই দেশের দৈনিক সংক্রমণ নেমেছিল ২০ হাজারের নিচে। যা স্বাস্থ্যমন্ত্রকের জন্য বড়সড় স্বস্তির খবর হিসাবে উঠে আসে। বুধবার সকালেও সেই স্বস্তি বজায় থাকল। এদিন ফের দৈনিক সংক্রমণ ১৯ হাজারের নিচেই থাকল। সেই সঙ্গে বড়সড় স্বস্তি মিলল অ্যাকটিভ কেসেও। এদিন দেশের অ্যাকটিভ কেস কমেছে প্রায় ১০ হাজার। এই মুহূর্তে ভারতে চিকিৎসাধীন রোগীর সংখ্যা ১৯২ দিনের মধ্যে সর্বনিম্ন।

স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের (Ministry of Health and Family Welfare) দেওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে ১৮ হাজার ৮৭০ জন করোনা (Coronavirus) আক্রান্ত হয়েছেন। যা কমবেশি গতকালের সমান। একদিনে মারণ ভাইরাসে প্রাণ হারিয়েছেন ৩৭৮ জন। এই সংখ্যাটা আগের দিনের থেকে অনেকটা বেশি। সেটাই চিন্তায় রাখছে স্বাস্থ্যমন্ত্রককে। দেশে এখনও পর্যন্ত করোনার বলি ৪ লক্ষ ৪৭ হাজার ৭৫১ জন।

[আরও পড়ুন: Coronavirus: দেশের দৈনিক সংক্রমণ ১৯ হাজারের নিচে, ১৯২ দিনের মধ্যে সর্বনিম্ন অ্যাকটিভ কেস]

সংক্রমণ কমার পাশাপাশি গত ২৪ ঘণ্টায় বড়সড় স্বস্তি দিয়েছে করোনার অ্যাকটিভ কেসে। স্বাস্থ্যমন্ত্রকের রিপোর্ট বলছে, বর্তমানে দেশে করোনায় চিকিৎসাধীন রোগীর সংখ্যা ২ লক্ষ ৮২ হাজার ৫২০ জন। যা গত ১৯২ দিনের মধ্যে সর্বনিম্ন। পরিসংখ্যান অনুযায়ী, এখনও পর্যন্ত দেশে ৩ কোটি ২৯ লক্ষ ৮৬ হাজার ১৮০ জন করোনা থেকে মুক্ত হয়েছেন। যার মধ্যে গত ২৪ ঘণ্টায় করোনামুক্ত হয়েছেন ২৮ হাজার ১৭৮ জন।

[আরও পড়ুন: ফের পুরনো হারে ভরতুকি মিলবে রান্নার গ্যাসে? আলোচনা শুরু কেন্দ্রের]

টিকাকরণের (Vaccination) গতি বাড়িয়ে সংক্রমণ ঠেকানোর প্রয়াস জারি রয়েছে দেশজুড়ে। ৮৭ কোটি ৬৬ লক্ষেরও বেশি মানুষ এখন ভ্যাকসিনের আওতায়। যার মধ্যে গতকালই টিকা পেয়েছেন প্রায় সাড়ে ৫৪ লক্ষের বেশি নাগরিক। গতকাল দেশে করোনা পরীক্ষা হয়েছে ১৫ লক্ষের বেশি।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ