Advertisement
Advertisement
Coronavirus

Coronavirus: ১৫৪ দিনের মধ্যে সর্বনিম্ন দেশের দৈনিক সংক্রমণ, অনেক কমল অ্যাকটিভ কেস

দৈনিক করোনা পরিসংখ্যানে বড়সড় স্বস্তি পেল দেশ।

Coronavirus: India reports 25,166 new cases in the last 24 hours, lowest in 154 days | Sangbad Pratidin
Published by: Subhajit Mandal
  • Posted:August 17, 2021 9:55 am
  • Updated:August 17, 2021 9:55 am

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দেশের দৈনিক করোনা পরিসংখ্যানে বড়সড় স্বস্তি। লাগাতার কয়েক সপ্তাহ ওঠানামার পর দেশের দৈনিক করোনা আক্রান্তের সংখ্যাটা একলাফে অনেকটা কমল। আগের দিনের তুলনায় দেশের দৈনিক করোনা আক্রান্ত কমেছে প্রায় ২৩.৫ শতাংশ। শুধু তাই নয়, এদিনের দৈনিক আক্রান্তের সংখ্যাটা গত ১৫৪ দিনের মধ্যে সর্বনিম্ন। এদিকে আক্রান্তের সংখ্যা একদিনে অনেকটা কমে যাওয়ায় পাল্লা দিয়ে কমেছে অ্যাকটিভ কেসও।

[আরও পড়ুন: Afghanistan crisis: আফগান হিন্দু ও শিখদের আশ্রয় দেবে ভারত, ঘোষণা বিদেশমন্ত্রকের]

মঙ্গলবার সকালে স্বাস্থ্যমন্ত্রকের (Ministry of Health and Family Welfare) দেওয়া পরিসংখ্যান বলছে, গত ২৪ ঘণ্টায় দেশে ২৫ হাজার ১৬৬ জন করোনা (Coronavirus) আক্রান্ত হয়েছেন। যা ১৫৪ দিনের মধ্যে সর্বনিম্ন। ফলে দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৩ কোটি ২২ লক্ষ ৫০ হাজার ৬৭৯ জন। স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী, আপাতত মৃতের সংখ্যা ৪ লক্ষ ৩২ হাজার ৭৯ জন। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ৪৩৭ জনের। এই সংখ্যাটাও আগের দিনের থেকে কম।

[আরও পড়ুন: ৩০ বছরের সম্পর্ক শেষ, Sonia Gandhi-কে চিঠি লিখে কংগ্রেস ছাড়লেন Sushmita Dev]

স্বাস্থ্যমন্ত্রকের রিপোর্ট বলছে, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে ঘরে ফিরেছেন ৩৬ হাজার ৮৩০ জন। এই সংখ্যাটা আগের দৈনিক আক্রান্তের থেকে তো বটেই আগের দিনের তুলনাতেও অনেকটা বেশি। অর্থাৎ, একধাক্কায় বেশ খানিকটা কমেছে অ্যাকটিভ কেস। আপাতত চিকিৎসাধীন রোগীর সংখ্যা ৩ লক্ষ ৬৯ হাজার ৮৪৬ জন। এই সংখ্যাটাও গত ১৪৯ দিনের মধ্যে সর্বনিম্ন। এখনও পর্যন্ত সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩ কোটি ১৪ লক্ষ ৪৮ হাজারের বেশি মানুষ। সুস্থতার হার ৯৭.৫১ শতাংশ। ইতিমধ্যেই দেশে করোনা টিকা পেয়েছেন ৫৪ কোটি ৫৮ লক্ষ মানুষ।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ