Advertisement
Advertisement

Breaking News

Coronavirus COVID-19

Coronavirus: দেশে দৈনিক মৃত্যুর সংখ্যা ছ’শোর নিচে, চিন্তা বাড়িয়ে ঊর্ধ্বমুখী আক্রান্তের সংখ্যা

ফের বাড়ল অ্যাকটিভ কেসও।

Coronavirus: India reports 41,806 new COVID-19 cases, 39,130 recoveries | Sangbad Pratidin
Published by: Subhajit Mandal
  • Posted:July 15, 2021 9:43 am
  • Updated:July 15, 2021 9:43 am

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: একদিন আগেই দেশের দৈনিক করোনা আক্রান্তের (Coronavirus) সংখ্যাটা নেমে এসেছিল মাত্র ৩১ হাজারে। যা কিনা চার মাসের মধ্যে ছিল সর্বনিম্ন। বৃহস্পতিবার ফের স্বমহিমায় মারণ ভাইরাসটি। ফের দেশের দৈনিক আক্রান্তের সংখ্যা ৪০ হাজারের উপরে। নতুন করে ঊর্ধ্বমুখী অ্যাকটিভ কেসও। যা চিন্তা বাড়াচ্ছে স্বাস্থ্য মন্ত্রকের। তবে, এদিন বড়সড় স্বস্তি মিলেছে করোনায় দৈনিক মৃতের সংখ্যায়। দীর্ঘদিন পর দেশের দৈনিক মৃত্যুর সংখ্যা নেমে এসেছে ছ’শোর নিচে।

বৃহস্পতিবার সকালে স্বাস্থ্যমন্ত্রকের (Ministry of Health and Family Welfare) দেওয়া পরিসংখ্যান বলছে, গত ২৪ ঘণ্টায় দেশে ৪১ হাজার ৮০৬ জন করোনা (Coronavirus) আক্রান্ত হয়েছেন। যা আগের দিনের থেকে হাজার দশেক বেশি। ফলে দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৩ কোটি ৯ লক্ষ ৮৭ হাজার ৮৮০ জন। স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী, আপাতত মৃতের সংখ্যা ৪ লক্ষ ১১ হাজার ৯৮৯ জন। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ৫৮১ জনের। মৃতের সংখ্যাটা বিগত কয়েক সপ্তাহের মধ্যে সর্বনিম্ন।

[আরও পড়ুন: অধীরেই ভরসা! আপাতত লোকসভায় কংগ্রেসের দলনেতা থাকছেন বহরমপুরের সাংসদই]

গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে ঘরে ফিরেছেন ৩৯ হাজার ১৩০ জন। আপাতত অ্যাকটিভ কেস ৪ লক্ষ ৩২ হাজার ৪১ জন। দীর্ঘদিন বাদে গত ২৪ ঘণ্টায় অ্যাকটিভ কেসের সংখ্যা বেড়েছে। যা মোট আক্রান্তের দেড় শতাংশেরও কম। এখনও পর্যন্ত সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩ কোটি ১ লক্ষ ৪৩ হাজারের বেশি মানুষ। ইতিমধ্যেই দেশে ৪৩ কোটি ৮০ লক্ষের বেশি মানুষের করোনা পরীক্ষা হয়েছে। দেশে ইতিমধ্যেই করোনা টিকা পেয়েছেন ৩৯ লক্ষের বেশি মানুষ। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় পরীক্ষা হয়েছে ১৯ লক্ষ ৪৩ হাজারের বেশি।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ