Advertisement
Advertisement
Coronavirus

২১ সেপ্টেম্বর শুরু স্কুলের আংশিক পঠনপাঠন, জেনে নিন কোন কোন নিয়ম বাধ্যতামূলক

নয়া গাইডলাইন ঘোষণা করল স্বাস্থ্যমন্ত্রক।

Coronavirus: resumption of schools for students of classes 9-12 on a voluntary basis

ফাইল ছবি

Published by: Sulaya Singha
  • Posted:September 8, 2020 9:48 pm
  • Updated:September 8, 2020 9:55 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আনলকের চতুর্থ পর্বে বেশ কিছু ক্ষেত্রে ছাড় দিয়েছে কেন্দ্র। তারই মধ্যে একটি হল নতুন করে আংশিকভাবে স্কুল খোলার বিষয়টি। গত মাসের শেষে আনলক ফোরের নয়া গাইডলাইন ঘোষণার সময়ই জানানো হয়েছিল আগামী ২১ সেপ্টেম্বর থেকে শর্তসাপেক্ষে নবম থেকে দ্বাদশ শ্রেণির পড়ুয়ারা স্কুলে যেতে পারবে। তবে তার জন্য অভিভাবকদের অনুমতি আবশ্যক। মঙ্গলবার স্বাস্থ্যমন্ত্রকের তরফে জারি করা হল SOP। অর্থাৎ স্কুল যাওয়ার ক্ষেত্রে কী কী গাইডলাইন মেনে চলতে হবে, তার দীর্ঘ তালিকা।

স্বাস্থ্যমন্ত্রক জানিয়েছে, সংক্রমণ এড়াতে সমস্ত কোভিড বিধি মেনেই স্কুলে আসতে হবে এবং স্কাস করতে হবে। ছাত্রছাত্রীরা নিয়ম পালন করছে কি না, সেদিকে নজর রাখবেন শিক্ষক-শিক্ষিকা ও স্কুলের অন্যান্য স্টাফরা। নির্দেশিকার তালিকা এরকম:

    • সংক্রমণ এড়াতে ৬ ফুটের দূরত্ব বজায় রাখতে হবে। মুখে সর্বদা মাস্ক থাকা বাধ্যতা মূলক। সময়ে সময়ে সাবান বা স্যানিটাইজার দিয়ে হাত ধুতে হবে।
    • হাঁচি বা কাশির সময় মুখ চেপে রাখতে হবে। অসুস্থ থাকলে আগেভাগে স্কুলকে জানাতে হবে। স্কুল চত্বরে প্রকাশ্যে থুতু ফেলা যাবে না।
    • শুধুমাত্র কনটেনমেন্ট জোনের বাইরের স্কুলগুলিই খোলা হবে। কোনও শিক্ষক কিংবা পড়ুয়া যাঁরা কনটেনমেন্ট জোনের মধ্যে থাকেন, তাঁরা স্কুলে যেতে পারবেন না।
    • যে সমস্ত স্কুলগুলো কোয়ারেন্টাইন সেন্টার হিসেবে ব্যবহার করা হয়েছে, সেগুলিকে ভালভাবে স্যানিটাইজ করে তবেই পঠনপাঠন শুরু করা হবে।
    • আপাতত ৫০ শতাংশ কর্মী নিয়েই স্কুলের কাজ চালাতে হবে।

[আরও পড়ুন: হাতে বল্লম পিঠে বন্দুক, মধ্যযুগীয় কায়দায় লাদাখে হানা চিনা বাহিনীর]

  •  
  • পড়ুয়াদের স্কুলে যাওয়া বাধ্যতামূলক নয়। তারা চাইলে অনলাইন ক্লাসও করতে পারে। অভিভাবকের লিখিত অনুমতি নিয়েই বিদ্যালয়ে আসতে পারবে তারা।
  • স্কুলে বায়োমেট্রিকের ব্যবহার আপাতত বন্ধ থাকবে।
  • প্রার্থনা, স্কুলের মাঠে খেলা সম্পূর্ণ নিষিদ্ধ।
  • ক্লাসে কিংবা স্টাফ রুমে এসির ব্যবহার করা হলে তার তাপমাত্রা কেন্দ্রের গাইডলাইন মেনে ২৪-৩০ ডিগ্রির মধ্যেই রাখতে হবে।
  • সামাজিক দূরত্ব বজায় রেখে স্কুলের লকার রুম ব্যবহার করা যেতে পারে।

[আরও পড়ুন: ধৃত রেলের সফটওয়্যার বিক্রি চক্রে জড়িত ৫০ জন, বাতিল করা হল পাঁচ লক্ষ টাকার টিকিট]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ