সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: লাগাতার নিম্নমুখী দেশের দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা। কমতে কমতে সেটা নেমে গিয়েছে সাতশোর ঘরে। কার্যত গোটা বিশ্ব থেকেই এই মহামারী বিদায় নেওয়ার পথে। কয়েকদিন আগে পর্যন্ত করোনার পরিসংখ্যানে যে ওঠানামা চিন্তায় রাখছিল স্বাস্থ্য মন্ত্রককে। সেটাও আর নেই।
Single-day rise of 734 new coronavirus infections pushes India’s Covid tally of cases to 4,46,66,377, death toll climbs to 5,30,531: Govt
— Press Trust of India (@PTI_News) November 13, 2022
স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের (Ministry of Health and Family Welfare) দেওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনা (Coronavirus) আক্রান্ত হয়েছেন ৭৩৪ জন। শনিবার সংখ্যাটা এর চেয়ে খানিকটা বেশি ছিল। এখনও পর্যন্ত দেশের মোট করোনা আক্রান্তের সংখ্যা ৪ কোটি ৪৬ লক্ষ ৬৬ হাজার ৩৭৭ জন। সংক্রমণ কমার পাশাপাশি গত ২৪ ঘণ্টায় কমেছে অ্যাকটিভ কেসও। দেশের সক্রিয় করোনা রোগী বর্তমানে ১২ হাজার ৩০৭ জন। যা মোট আক্রান্তের মাত্র ০.৩ শতাংশ।
[আরও পড়ুন: তিনদিনের মধ্যে দ্বিতীয়বার ভূমিকম্প দিল্লিতে, কেঁপে উঠল রাজধানীর পার্শ্ববর্তী এলাকাও]
স্বাস্থ্যমন্ত্রকের বুলেটিন অনুযায়ী, ভারতে একদিনে করোনায় প্রাণ হারিয়েছেন ৩ জন। দেশে এখনও পর্যন্ত কোভিডে মোট মৃতের সংখ্যা ৫ লক্ষ ৩০ হাজার ৫৩১ জন। মারণ ভাইরাসের সঙ্গে লড়াইয়ে দেশজুড়ে বাড়ছে সুস্থতার হার। শুধু গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৯৭৭ জন। পরিসংখ্যান অনুযায়ী, এখনও পর্যন্ত দেশে ৪ কোটি ৪১ লক্ষ ২৩ হাজার ৫৩৯ জন করোনা থেকে মুক্ত হয়েছেন। বর্তমানে সুস্থতার হার ৯৮.৭৮ শতাংশ। অর্থাৎ সার্বিকভাবে দেশের পরিসংখ্যানে স্বস্তি মিলেছে।
[আরও পড়ুন: প্রথা ভেঙে এবার দেরিতে বসছে সংসদের শীতকালীন অধিবেশন, কটাক্ষ বিরোধীদের]
ইতিমধ্যে দেশে করোনা টিকার (Corona vaccine) ২১৯ কোটি ৮০ লক্ষের বেশি ডোজ দেওয়া হয়েছে। গত ২৪ ঘণ্টায় ৯২ হাজারের বেশি ডোজ পেয়েছেন দেশবাসী। তবে সম্প্রতি জনতার মধ্যে বুস্টার বা প্রিকশন ডোজ নেওয়ার আগ্রহ কমছে বলেও লক্ষ্য করেছে কেন্দ্র। এদিকে এদিন দেশে করোনা পরীক্ষার সংখ্যা ১ লক্ষ ৫৭ হাজার।