Advertisement
Advertisement

Breaking News

রাহুলের বক্তৃতা শেষ হতেই খাটিয়া নিয়ে চম্পট দিল সবাই

কৃষকদের প্রতি অবহেলার চিত্রটিকেই হাতিয়ার করতে চেয়েছিল কংগ্রেস৷ কিন্তু শেষমেশ তা গিয়ে ঠেকল স্রেফ খাটিয়ায়৷

Cots were most in demand at Rahul Gandhi's
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:September 6, 2016 5:06 pm
  • Updated:September 6, 2016 6:13 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কৃষকদের প্রতি দৃষ্টি দিচ্ছেন না প্রধানমন্ত্রী৷ প্রতিবাদে অভিনব ‘খাট সভা’র আয়োজন করেছিলেন কংগ্রেস সহ-সভাপতি রাহুল গান্ধী৷ কিন্তু আদতে সে সভা নিল এক অভিনব চেহারা৷ রাহুলের বক্তৃতা তো কোন ছাড়, সভাশেষে খাটিয়া নেওয়ার জন্য পড়ল হুড়োহুড়ি৷

গ্রাম্য সভায় খাটিয়ার উপর বসে মান্যগণ্যরা সমস্যার সমাধান করতেন৷ অনেকটা সেই ধাঁচেই উত্তরপ্রদেশের দেওরিয়ায় খাট সভার আয়োজন করা হয়েছিল কংগ্রেসের তরফে৷ উদ্দেশ্য ছিল, কৃষকদের প্রতি প্রধানমন্ত্রীর অমনোযোগী হওয়ার বিষয়টি তুলে ধরা৷ কিন্তু প্রত্যক্ষদর্শীরা জানাচ্ছেন, ইস্যু যতই সিরিয়াস হোক না কেন, আদতে সভায় হাজির হয়েছিলেন যাঁরা, তাঁদের মন ছিল না বক্তৃতায়৷ বরং নজর ছিল খাটিয়ার প্রতি৷ রাহুলের কথা শেষ হওয়া মাত্রই খাটিয়া নেওয়ার জন্য হুড়োহুড়ি পড়ে যায়৷ যে দু-একটি লোহার খাটিয়া ছিল সেগুলি ছাড়া বাকি সবগুলোই চালান হয়ে যায় হাতে হাতে৷

Advertisement

উত্তরপ্রদেশে প্রায় এক মাস জুড়ে পরিকল্পিত কিষান যাত্রার এদিনই ছিল সূচনা৷ রাজ্যের কৃষকদের অবস্থা, সরকারি অবহেলা ইত্যাদি তুলে ধরতেই কংগ্রেসের এত আয়োজন৷ রাহুলের অভিযোগ, মোদি কৃষকদের অবস্থা ফেরানো নিয়ে অনেক পরিকল্পনার কথা শুনিয়েছিলেন৷ কিন্তু ক্ষমতায় আসার পর আর তা আর বাস্তবায়িত হয়নি৷ নির্বাচনী প্রচার হিসেবে কৃষকদের প্রতি এই অবহেলার চিত্রটিকেই হাতিয়ার করতে চেয়েছিল কংগ্রেস৷ কিন্তু শেষমেশ তা গিয়ে ঠেকল স্রেফ খাটিয়ায়৷ প্রায় হাজার দু’য়েক খাটিয়া নিয়ে ফিরলেন স্থানীয় অধিবাসীরা৷ সূচনাতেই যদি এই হাল হয় তবে মাসখানেকের কিষান যাত্রায় কংগ্রেসকে যে আরও কী কী পরিস্থিতির সম্মুখীন হতে হবে তা ভেবেই চিন্তার ভাঁজ কংগ্রেসের কপালে৷

Advertisement

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ