Advertisement
Advertisement

২০১৮ সালে দেশের জিডিপি বৃদ্ধির হার হবে ৭.৭ শতাংশ: জেটলি

অর্থনীতিতে এশিয়ায় চিনকে টেক্কা দেবে ভারত।

Countries GDP growth rate will be 7.7 % by 2018, Says Jaitley
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:April 2, 2017 4:05 am
  • Updated:August 12, 2021 5:57 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ২০১৮ সালে ভারতে জিডিপি বৃদ্ধির হার ৭.৭ শতাংশ হবে বলে আশা প্রকাশ করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলি৷ পাশাপাশি, উদীয়মান দেশের অর্থব্যবস্থায় আজ সংরক্ষণবাদী নীতি এবং ভূ-রাজনৈতিক উদ্বেগের বৃদ্ধির মধ্যে চ্যালেঞ্জের মোকাবিলা করছে ভারত৷ শনিবার দিল্লিতে ন্যাশনাল ডেভেলপমেণ্ট ব্যাঙ্কের দ্বিতীয় বার্ষিক সভায় বক্তব্য রাখছিলেন অর্থমন্ত্রী৷ সেখানে তিনি বলেন, বিশ্ব আর্থিক বৃদ্ধিতে সুধার হচ্ছে এবং ২০১৭-১৮ সালে তা আরও ভাল হবে বলেই আশা করা হচ্ছে৷ তিনি বলেন, “দেশে ২০১৭ সালে ৭.২ শতাংশ এবং ২০১৮ সালে ৭.৭ শতাংশ আর্থিক বৃদ্ধি হতে পারে বলে আশা করা হচ্ছে৷ কিছু অর্থনীতিতে সংরক্ষণবাদ নীতির রূপ নিয়ে উদীয়মান বাজার অর্থনীতিতে নবতম চ্যালেঞ্জ হিসাবে দেখা দিয়েছে৷”

[এবার ‘ফ্রি’-তে ৫০ লক্ষ 4G হ্যান্ডসেট দেবেন মুকেশ আম্বানি!]

অন্যদিকে, ট্রেনে ই-টিকিট বুক করার ক্ষেত্রে সার্ভিস চার্জে ছাড়ের মেয়াদ বাড়ল৷ এবার আগামী ৩০ জুন পর্যন্ত অনলাইনে ট্রেনের টিকিট বুক করার ক্ষেত্রে যাত্রীদের সার্ভিস চার্জ দিতে হবে না৷ ২০১৬ সালের ২৩ নভেম্বর থেকে এই ছাড় কার্যকর হয়েছিল৷ কথা ছিল, ২০১৭ সালের ৩১ মার্চ পর্যন্ত তা চালু থাকবে৷ কিন্তু তার মেয়াদ বাড়িয়ে এবার ৩০ জুন পর্যন্ত করে দেওয়া হয়েছে বলে রেলের তরফে শনিবার জানানো হয়েছে৷ আইআরসিটিসির মাধ্যমে অনলাইনে ট্রেনের টিকিট বুক করার ক্ষেত্রে যে সার্ভিস চার্জ লাগে, তা হল টিকিটপ্রতি ২০ থেকে ৪০ টাকা৷ ৩০ জুন পর্যন্ত এই টাকাই আর দিতে হচ্ছে না৷

Advertisement

Advertisement

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ