Advertisement
Advertisement

ভিন সম্প্রদায়ের যুবতীকে বিয়ে, উত্তরপ্রদেশে ফের হেনস্তার শিকার দলিত যুবক

তদন্তে উদাসীন পুলিশ৷

Dalit man forced to lick spit by Meerut panchayat
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:June 30, 2018 6:54 pm
  • Updated:June 30, 2018 6:54 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভিন্ন সম্প্রদায়ের মেয়েকে বিয়ে করেছেন দলিত যুবক৷ সেই ‘অপরাধে’ খাপ পঞ্চায়েতের আসরে যুবকের বাবাকে চূড়ান্ত হেনস্তা মাতব্বরদের৷ গায়ে থুতু দিয়ে ওই ব্যক্তিকে মারধর করা হয়৷ এমনকি, ওই দলিত যুবকের পরিবারের মহিলাদের ধর্ষণের হুমকিও দেওয়া হয়৷ এমন মধ্যযুগীয় বর্বরতার সাক্ষী উত্তরপ্রদেশের বুলন্দশহর৷ যোগীর রাজ্যের এই ঘটনায় পুলিশের বিরুদ্ধেও উঠেছে উদাসীনতার অভিযোগ৷

[চাকরিতে ইস্তফা, শিক্ষককে বেঁধে জুতোর মালা পরিয়ে দিল কোচিং সেন্টারের মালিক]

উত্তরপ্রদেশে আবারও সামনে এল মধ্যযুগীয় বর্বরতা৷ ফের বসল খাপ পঞ্চায়েত৷ বুলন্দশহরের বাসিন্দা বছর চুয়াল্লিশের ওই দলিত যুবকের ছেলে ভিন সম্প্রদায়ের এক মেয়ের সঙ্গে বিয়ে করেন৷ এটাই ছিল ওই দলিত পরিবারের ‘অপরাধ’৷ মঙ্গলবার গ্রামে বসানো হয় খাপ পঞ্চায়েতের আসর৷ ডেকে পাঠানো হয় দলিত যুবকের বাবাকে৷ সালিশি সভায় চূড়ান্ত হেনস্থা করা হয় তাঁকে৷ মাতব্বররা হেনস্তাকারীকে নিজের গায়ে থুতু দিতে বলে৷ এমনকি দলিত ব্যক্তির পরিবারের মহিলা সদস্যকে ধর্ষণের হুমকি দেওয়া হয়৷ এই ঘটনার পর থেকে গ্রামছাড়া নির্যাতিতর ছেলে ও তাঁর পুত্রবধূ৷ আপাতত আতঙ্কেই দিন কাটাচ্ছে ওই দলিত পরিবার৷

Advertisement

[ধর্ষণের পুরনো ভিডিও দেখিয়ে ব্ল্যাকমেলের হুমকি তরুণীকে, দাবি ১০ লক্ষ টাকাও]

হেনস্থার বিচার পেতে থানার দ্বারস্থ হয় ওই দলিত পরিবার৷ কিন্তু কোনও লাভ হয়নি৷ ওই নির্যাতিত দলিত ব্যক্তি বলেন, ‘‘প্রথমে অভিযোগ নিতে অস্বীকার করে পুলিশ৷ অত্যাচারের ঘটনা প্রকাশ্যে আসার পর  পুলিশ এফআইআর নিতে রাজি হয়৷’’ তিনি আরও বলেন, ‘‘নরেশ সোলাঙ্কি, কুলদীপ, বিষ্ণু, বিল্লু ও ভুরা নামে পাঁচজনের নাম রয়েছে এফআইআরে৷’’

Advertisement

যদিও নির্যাতিতের অভিযোগ খারিজ করে দিয়েছে পুলিশ৷ পালটা পুলিশের দাবি, ঘটনার কথা জানার পরই এফআইআর দায়ের করা হয়েছে৷ অভিযুক্তদের খোঁজে শুরু হয়েছে তল্লাশি৷ ধৃতদের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির  ১৪৭, ৩২৩, ৫০৬ ধারায় মামলা রুজু করেছে পুলিশ৷ ঘটনার পর চারদিন কেটে গেলেও এখনও কেউ গ্রেপ্তার না হওয়ায় পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন নির্যাতিতরা৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ