BREAKING NEWS

৮ চৈত্র  ১৪২৯  বৃহস্পতিবার ২৩ মার্চ ২০২৩ 

READ IN APP

Advertisement

‘বাবার হাতেই যৌন হেনস্তার শিকার হয়েছি’, বিস্ফোরক দিল্লির মহিলা কমিশনের চেয়ারপার্সেন

Published by: Biswadip Dey |    Posted: March 11, 2023 7:42 pm|    Updated: March 11, 2023 7:42 pm

DCW chief Swati Maliwal says father misbehaved with her when she was child। Sangbad Pratidin

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সম্প্রতি বিজেপি নেত্রী ও জাতীয় মহিলা কমিশনের সদস্য খুশবু সুন্দর বিস্ফোরক অভিযোগ করেছিলেন, বাবার হাতে যৌন হেনস্তার শিকার হওয়ার। এবার দিল্লির মহিলা কমিশনের চেয়ারপার্সেন স্বাতী মালিওয়ালও (Swati Maliwal) একই অভিযোগ করলেন। এক পুরস্কার প্রদান অনুষ্ঠানে তিনি দাবি করলেন, শৈশবে নিজের বাবার হাতেই যৌন নির্যাতনের (Assault) শিকার হয়েছিলেন তিনি।

ঠিক কী বলেছেন স্বাতী? মহিলা কমিশনের ওই অনুষ্ঠানে তাঁকে বলতে শোনা গিয়েছে, ”আমি আমার বাবার হাতে যৌন নিপীড়নের শিকার হয়েছি। বাবা আমাকে খুব মারতেন। তিনি বাড়ি এলেই আমি ভয়ে খাটের তলায় লুকোতাম। খুব ভয় পেতাম বাবাকে। আর সেই সময় ভাবতাম কীভাবে এই ধরনের নৃশংসতার বিরুদ্ধে রুখে দাঁড়ানো যায় নারী হিসেবে। উনি আমার চুল ধরে টানতেন। আমার মাথা জোরে ঠুকে দিতেন দেওয়ালে। আমি বিশ্বাস করি, এটাই আমাকে ভবিষ্য়তে নারীকল্যাণে নিযুক্ত হওয়ার সংকল্পের জেদ জুগিয়েছিল।” তিনি জানিয়েছেন, চতুর্থ শ্রেণি পর্যন্ত বাবার সঙ্গেই থাকতে হয়েছে তাঁকে।

[আরও পড়ুন: ফেসবুকে স্বেচ্ছামৃত্যুর পোস্ট গায়ক অনিন্দ্যর, ‘বন্ধু’কে সামলাতে কী করলেন ‘ক্যাকটাসে’র সিধু?]

প্রসঙ্গত, ২০১৫ সালে স্বাতী দিল্লি মহিলা কমিশনের চেয়ারপার্সেন হন। পরে তাঁর মেয়াদ আরও বাড়ানো হয়। এর আগে তিনি অরবিন্দ কেজরিওয়ালের উপদেষ্টা ছিলেন। আপ নেতা নবীন জয়হিন্দের সঙ্গে তাঁর বিয়ে হয়। ২০২০ সালে তাঁদের ডিভোর্স হয়ে যায়।

[আরও পড়ুন: কাশ্মীর সমস্যার ‘ভিলেন’ কি নেহরুই? ইতিহাসের গোপন নথি দেয় ‘অন্য’ ইঙ্গিত]

Sangbad Pratidin News App: খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে লাইক করুন ফেসবুকে ও ফলো করুন টুইটারে