Advertisement
Advertisement

Breaking News

Delhi Attack

প্রকাশ্যে কিশোরীকে অ্যাসিড ছুঁড়ল যুবক, দিল্লির ঘটনার ভিডিও দেখে শিউরে উঠছেন নেটিজেনরা

আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভরতি ওই কিশোরী।

Deadly attack on minor girl in Delhi, video gets viral | Sangbad Pratidin
Published by: Anwesha Adhikary
  • Posted:December 14, 2022 2:36 pm
  • Updated:December 14, 2022 2:36 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সাতসকালে প্রকাশ্য রাস্তায় স্কুলপড়ুয়া কিশোরীকে অ্যাসিড ছুঁড়ল দুই যুবক। রাজধানী দিল্লির (Delhi) বুকে এহেন ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েছেন সাধারণ মানুষ। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভরতি রয়েছে ওই কিশোরী। ঘটনার সিসিটিভি ফুটেজ ছড়িয়ে পড়েছে নেটদুনিয়ায়। ঘটনার ভয়াবহতায় শিউরে উঠছেন নেটিজেনরা। এক অভিযুক্তকে আটক করেছে পুলিশ। ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন দিল্লির মহিলা কমিশনের প্রধান স্বাতী মালিওয়াল।

ঠিক কী ঘটেছিল? সিসিটিভি ফুটেজে দেখা যাচ্ছে, দুই কিশোরী রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিল। সেই সময়েই বাইকে করে ঘটনাস্থলে আসে দুই যুবক। চলন্ত বাইক থেকেই এক কিশোরীকে লক্ষ্য করে তরল জাতীয় কিছু ছুঁড়ে দেয় তারা। মুখ ঢাকা অবস্থায় বাইকে চেপেই পালিয়ে যায় দুই যুবক। যন্ত্রণায় কাতরাতে থাকে আক্রান্ত কিশোরী। পরে দেখা যায়, স্থানীয়রা ওই কিশোরীর মুখ ধুইয়ে দিচ্ছেন। জানা গিয়েছে, কিশোরীর দুই চোখ অ্যাসিড লেগে ক্ষতিগ্রস্ত হয়েছে।

Advertisement

[আরও পড়ুন: মেঘালয় থেকে ফেরার আগে বিমানবন্দরে কেনাকাটায় ব্যস্ত মমতা, ভিডিও করলেন অভিষেক]

কেন এই হামলা, বুঝে উঠতে পারছেন না আক্রান্ত কিশোরীর বাবা। তিনি বলেছেন, “আমার দুই মেয়ে একসঙ্গে প্রতিদিন স্কুলে যায়। একজনের বয়স ১৭ বছর, অন্যজনের ১৩ বছর। আজ সকালে দু’জনে বেরিয়েছিল। হঠাৎই ছোট মেয়ে বাড়িতে এসে জানায়, দিদির দিকে অ্যাসিড ছোঁড়া হয়েছে। কিন্তু অভিযুক্তরা মুখ ঢেকে থাকায় তাদের চেনা যায়নি।” কিশোরীর বাবা আরও বলেছেন, তাঁর মেয়েকে কেউ উত্যক্ত করছে সেরকমও জানতেন না। “আগে জানলে মেয়েকে কক্ষনো একা ছাড়তাম না”, জানালের ভয়ার্ত বাবা।

জানা গিয়েছে, আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভরতি রয়েছে ওই কিশোরী। একজন অভিযুক্তকে চিহ্নিত করেছে সে। এই ঘটনার তীব্র নিন্দা করেছেন দিল্লি মহিলা কমিশনের প্রধান স্বাতী মালিওয়াল। টুইট করে তিনি বলেছেন, “প্রকাশ্য দিবালোকে এক স্কুলপড়ুয়াকে অ্যাসিড ছুঁড়ে পালিয়ে গেল। আইনকে বুড়ো আঙুল দেখিয়ে অ্যাসিডের ব্যবসা চলছে। দীর্ঘদিন ধরে অ্যাসিড বিক্রি বন্ধ করার দাবি জানিয়েছে মহিলা কমিশন। আর কবে ঘুম ভাঙবে প্রশাসনের?” এই ঘটনা নিয়ে দিল্লি পুলিশের তরফে কিছু জানানো হয়নি। 

[আরও পড়ুন: মধ্যবিত্তের জন্য স্বস্তির খবর! খুচরোর পর পাইকারি মূল্যবৃদ্ধির হারও কমল]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ