Advertisement
Advertisement
Delhi

অসাধ্য সাধন! শিশুর ফুসফুসে গেঁথে ছিল সুচ, চুম্বকের সাহায্যে সফল অস্ত্রোপচার দিল্লি এইমসে

চুম্বক শ্বাসনালীর সংস্পর্শে এলেই হতে পারত বিপদ।

Delhi AIIMS Remove a Needle From 7-Year-Old Boy's Lung | Sangbad Pratidin
Published by: Kishore Ghosh
  • Posted:November 5, 2023 2:55 pm
  • Updated:November 5, 2023 4:55 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দেশের অন্যতম জটিল অস্ত্রোপচারে সফল হলেন দিল্লি এইমসের (Delhi AIIMS) একদল চিকিৎসক। প্রাণ বাঁচল সাত বছরের শিশুর। ওই শিশুর ফুসফুসে আটকে ছিল একটি সুচ। কাটাছেঁড়া না করে চুম্বকের সাহায্যে সেই সুচ বার করা হল। বর্তমানে শিশুটি সুস্থ আছে বলেই জানা গিয়েছে।

দিল্লি এইমস সূত্রে জানা গিয়েছে, বুধবার অত্যন্ত সংকটজনক অবস্থায় শিশুটিকে ভর্তি করানো হয়েছিল হাসপাতালে। ক্রমাগত কাশি হচ্ছিল তার। কাশির দমকে মুখ থেকে বের হচ্ছিল রক্ত। পরীক্ষা করে দেখা যায় শিশুর ফুসফুসে একটি সুচ আটকে রয়েছে। চার সেন্টিমিটার দীর্ঘ সুচটি ফুসফুসের বেশ কিছুটা ভিতরে গিয়ে গেঁথে ছিল। দ্রুত সুচটিকে বের করা না গেলে শিশুর প্রাণ সংশয়ের আশঙ্কা ছিল। অন্যদিকে কাটাছেঁড়া নিয়ে দ্বিধায় ছিলেন চিকিৎসকরা।

Advertisement

[আরও পড়ুন: লোকসভায় ভালো ফলের আশা নেই! ঘুরে দাঁড়ানোর পথ খুঁজতে ‘দিশাহীন’ আলিমুদ্দিন]

শেষ পর্যন্ত চুম্বকের সাহায্যে জটিল অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেওয়া হয়। জোগাড় করা হয় দেড় মিলিমিটার প্রস্থের ছোট্ট চুম্বকটিকে। সেটিকে গলা দিয়ে ফুসফুস পর্যন্ত পৌঁছে দেন চিকিৎসকরা। এর পরেই চুম্বকের টানে লোহার সুচ বাইরের দিকে এগিয়ে আসতে থাকে। শেষ পর্যন্ত অপরেশন সফল হয়। সুচটিকে বের করেন চিকিৎসকদের দল।

Advertisement

[আরও পড়ুন: বঙ্গে বিনিয়োগে আগ্রহী চণ্ডিগড়ের শিল্পপতিরা! বাণিজ্য সম্মেলনে চাঁদের হাট]

এইমসের বিশেষজ্ঞ চিকিৎসকরা জানাচ্ছেন, চুম্বক ঢোকানোর সময় শ্বাসনালীর সংস্পর্শে এলেই বিপদ হতে পারত শিশুর। তবে সে সব কিছুই হয়নি। ভালোভাবেই মিটেছে অস্ত্রোপচার পর্ব। প্রশ্ন উঠছে, শিশুর ফুসফুসে সুচ ঢুকে গেল কী করে? যদিও সেই বিষয়ে কিছুই জানাতে পারেননি অভিভাবকরা।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ