Advertisement
Advertisement

স্মার্টফোন আসতে দেরি, ফ্লিপকার্টের ডেলিভারি বয়কে ২০ বার ছুরিকাঘাত ক্রেতার

গ্রেপ্তার করা হয়েছে মহিলা ক্রেতাকে।

Delhi: Flipkart delivery boy stabbed 20 times

গ্রেপ্তার করা হয়েছে মহিলা ক্রেতাকে।

Published by: Sangbad Pratidin Digital
  • Posted:March 30, 2018 6:30 pm
  • Updated:March 30, 2018 6:30 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অনলাইনে স্মার্টফোন অর্ডার করে ডেলিভারির অপেক্ষায় ছিলেন এক ক্রেতা। কিন্তু নির্ধারিত সময় পেরিয়ে যাওয়ার পরও ফোনটি এসে পৌঁছায়নি তাঁর হাতে। আর তাতেই তেলে বেগুনে জ্বলে ওঠেন মহিলা। শেষমেশ যখন ঘরের দরজায় ডেলিভারি বয় এসে হাজির হলেন, তখন রীতিমতো রুদ্রমূর্তি ধারণ করেন তিনি। অভিযোগ, রাগের মাথায় ডেলিভারি বয়কে ২০ বার ছুরি দিয়ে আঘাত করেন তিনি। ঘটনায় গুরুতর জখম হন ডেলিভারি বয়।

[CBSE-র প্রশ্নপত্র ফাঁসে উত্তাল দিল্লি, প্রকাশ জাভড়েকরের বাড়ির সামনে ১৪৪ ধারা]

দিল্লির নিহাল বিহারে ঘটেছে এই ঘটনা। ডেলিভারি বয় কেশবের অভিযোগের ভিত্তিতেই গ্রেপ্তার করা হয়েছে বছর তিরিশের মহিলা ও তাঁর দাদাকে। নিহাল বিহারের অম্বিকা এনক্লেভে থাকতেন কেশব। ই-কমার্স সাইট ফ্লিপকার্টের হয়ে কাজ করেন তিনি। সেই সংস্থার তরফেই ওই মহিলাকে স্মার্টফোন ডেলিভারি করতে গিয়েছিলেন তিনি। পুলিশকে তিনি জানান, ডেলিভারি দিতে যাওয়া মাত্র তাঁর উপর চড়াও হন মহিলা। সঙ্গে ছিলেন ওই মহিলার দাদাও। ২০ বার ছুরির আঘাত করা হয় বলে অভিযোগ করেন তিনি।

Advertisement

[‘মোদি ভারতকে ধ্বংস করবেন’, অমিত শাহের বক্তৃতার অনুবাদে শোরগোল]

চন্দন বিহার এলাকার রাস্তার ধারের একটি নর্দমার কাছে কেশবকে পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন এক পথচারী। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় পুলিশ। তাঁকে উদ্ধার করে সঞ্জয় গান্ধী হাসপাতালে ভরতি করা হয়। আপাতত তিনি অনেকটাই স্থিতিশীল বলে খবর। এক পুলিশ আধিকারিক জানান, কেশবের লিখিত অভিযোগের ভিত্তিতেই গ্রেপ্তার করা হয়েছে ওই মহিলা ও তাঁর দাদাকে। রাস্তার সিসিটিভি ফুটেজ দেখেই গোটা ঘটনার সত্যতা সামনে এসেছে। নকল জিনিস বিক্রি কিংবা ডেলিভারিতে সমস্যায় এর আগেও অনেকবার কাঠগড়ায় উঠেছে একাধিক ই-কমার্স সাইট। এই ঘটনায় ফ্লিপকার্টের তরফে ডেলিভারি দিতে দেরি হওয়াতেই এমন পরিণতি হয়েছে। তবে ক্রেতার এ হেন আচরণে বিস্মিত কেশব। ধৃতদের জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।

Advertisement

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ