Advertisement
Advertisement

Breaking News

পাসের হারে সিবিএসই-তে এগিয়ে ছাত্রীরা, শীর্ষে দিল্লির সুকৃতী

সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের (সিবিএসই) দ্বাদশ শ্রেণির পরীক্ষার ফল প্রকাশ হল৷

Delhi Girl Tops CBSE Class 12 Exams, South India Scores Best
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:May 21, 2016 3:22 pm
  • Updated:May 21, 2016 3:22 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের (সিবিএসই) দ্বাদশ শ্রেণির পরীক্ষার ফল প্রকাশ হল৷ ছাত্রদের তুলনায় ভাল ফল করেছে ছাত্রীরা৷ ছাত্রীদের পাসের হার ৮৮.৫৮ শতাংশ৷ অন্যদিকে ছাত্রদের পাসের হার ৭৮.৮৫ শতাংশ৷ সারা দেশের মধ্যে প্রথম হয়েছেন দিল্লির মন্টফোর্ড স্কুলের সুকৃতী গুপ্তা৷ ৫০০-র মধ্যে ৪৯৭ পেয়েছেন তিনি৷ রাজ্যভিত্তিক পাসের হারে প্রথমেই রয়েছে কেরল৷ এ বছর পরীক্ষার্থীর সংখ্যা ছিল ১০,৬৭,৯০০৷

এদিন বেলা ১২টায় ফল প্রকাশের কথা থাকলেও পৌনে এগারোটাতেই ফল ঘোষণা হয়ে যায়৷ ফল জানা যাচ্ছে, cbseresults.nic.in, results.nic.in ও cbse.nic.in ওয়েবসাইটে৷ এ বছর সিবিএসই দ্বাদশ শ্রেণির পরীক্ষা শুরু হয়েছিল গত পয়লা মার্চ৷ শেষ হয় ২২ এপ্রিল৷ চলতি বছরে সিবিএসই-র নতুন নিয়ম অনুযায়ী, পরীক্ষার্থীরা কম্পিউটারাইজড ডিজি-লকার থেকে ডিজিটাল মার্কশিট পাবেন৷ তাঁদের ডিজি-লকার ‘ইউজার নেম’ ও ‘পাসওয়ার্ড’ পরীক্ষার্থীর রেজিস্টার করা মোবাইল ফোনে এসএমএস করে দেওয়া হবে৷

Advertisement

Advertisement

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ