Advertisement
Advertisement

দিল্লি দূষণকেই নমুনা করে বিশ্বকে সতর্কবার্তা ইউনিসেফের

সাবধান!

Delhi pollution is a wake-up call for the entire world: Unicef
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:November 12, 2016 2:45 pm
  • Updated:November 12, 2016 2:45 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বহু চেষ্টা করেও দিল্লিতে দূষণের পরিমাণ কমানো সম্ভব হয়নি৷ গাড়ি চালানোর ক্ষেত্রে মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের ‘জোড়-বিজোড়’ নীতি ফের লাগু হলেও দূষণের মাত্র তেমন কমেনি৷ আর এবার দিল্লি দূষণকে সামনে রেখে গোটা বিশ্বকে সতর্ক করল ইউনিসেফ৷

দিওয়ালির সময় দিল্লির দূষণ যে ভয়ানক আকার ধারণ করেছে তাতে দিল্লি যেন গ্যাস চেম্বারে পরিণত হয়েছে৷ এ কথা স্বীকার করে নিয়েছিলেন কেজরিওয়ালও৷ দিল্লির দূষণের মাত্রা ছাড়িয়ে গিয়েছে চিনের দূষণকেও৷ আর এবার এই দূষণ সম্পর্কে বিবৃতি দিল ইউনিসেফ৷ সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, দিল্লির এই দূষণ গোটা পৃথিবীর কাছে এক নিদর্শন৷ সকলেরই এই দূষণের থেকে শিক্ষা নেওয়া উচিত৷ এই ঘটনা থেকে মানুষের সচেতন হওয়া উচিত৷ দূষণের ফলে শিশু, মহিলারা তীব্র সমস্যার সম্মুখীন হচ্ছেন৷ তাঁদের পাশাপাশি গর্ভবতী মহিলাদেরও অসুস্থ হয়ে পড়ার সম্ভাবনা রয়েছে৷ আর এই বিষয়ে সচেতনতা বৃদ্ধি করার কথাই বলা হল ইউনাইটেড নেশনস চিলড্রেনস এজেন্সির পক্ষ থেকে৷

Advertisement

Advertisement

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ