Advertisement
Advertisement
Delhi

ঘন কুয়াশায় দিল্লির দৃশ্যমানতা কার্যত শূন্য, বিঘ্নিত ট্রেন ও বিমান পরিষেবা

সামনের সপ্তাহে পরিস্থিতি আরও প্রতিকূল হওয়ার আশঙ্কা।

Dense fog in Delhi, visibility reaches near zero। Sangbad Pratidin

ছবি: পিটিআই।

Published by: Biswadip Dey
  • Posted:December 27, 2023 12:50 pm
  • Updated:December 27, 2023 1:03 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ঘন কুয়াশায় (Fog) মুড়ে গিয়েছে দিল্লি (Delhi)। দৃশ্যমানতা কার্যত পৌঁছেছে শূন্যয়। বুধবার সকালে এমনই দৃশ্য দেখল রাজধানী। যার জেরে রাস্তায় গাড়ির দীর্ঘ সারি ট্র্যাফিক জ্যামে। দেরিতে চলছে ২৫টি ট্রেন। বিঘ্নিত ১১০টিরও বেশি উড়ান পরিষেবায়।

দিল্লিতে সফদরজংয়ে দৃশ্যমানতা রয়েছে মাত্র ৫০ মিটার। অন্যত্র তা আরও কম। পরিস্থিতি খারাপ উত্তরপ্রদেশেও। আগ্রা-লখনউ এক্সপ্রেসওয়েতে বহু গাড়ির মধ্যে সংঘর্ষে ১ জনের মৃত্যু হয়েছে। কুয়াশার কবলে পাঞ্জাব, হরিয়ানা, রাজস্থান ও মধ্যপ্রদেশ। পাতিয়ালা, লখনউ ও প্রয়াগরাজে দৃশ্যমানতা রয়েছে ২৫ মিটারেরও কমে। অমৃতসরে তা পৌঁছেছে ০ মিটারে।

Advertisement

[আরও পড়ুন: নতুন বছরে রাজ্যে বাড়ল আরও তিনদিন ছুটি, এনআই অ্যাক্টের আওতায় সিদ্ধান্ত]

এহেন পরিস্থিতিতে দূষণও প্রবল আকার ধারণ করেছে। দিল্লির আনন্দ বিহারে দূষণের মাত্রা রয়েছে ৪৪১। অন্যদিকে আবার লোধি রোডে তা দাঁড়িয়েছে ৩২৭-এ। ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে তা ৩৬৮।

স্বাভাবিক ভাবেই এমন পরিস্থিতিতে প্রশ্ন উঠছে, কবে এই পরিস্থিতি থেকে রেহাই মিলবে? আবহাওয়া দপ্তর জানাচ্ছে, সামনের সপ্তাহে পরিস্থিতি আরও খারাপ হবে। গত কয়েক বছর ধরেই দিল্লি-সহ উত্তরের রাজ্যগুলির দূষণ গোটা দেশের কাছে উদ্বেগের বিষয় হয়ে দাঁড়িয়েছে। যার কবলে পড়ে গরমকালেও দেখা গিয়েছে কুয়াশা। তাপমাত্রায় একধাক্কায় নেমে আসে ৯ ডিগ্রিতে।

[আরও পড়ুন: ‘চৈতন্যদেবের সফল উত্তরাধিকারী মমতা’, ব্রাত্য বসুর দাবিতে বিতর্ক]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ