Advertisement
Advertisement
DGCA

উড়ানে মদ্যপান, ‘অবাধ্য যাত্রীদের নিয়ন্ত্রণে’ নির্দেশিকা DGCA-র

বিষয়টি অনেকখানি নির্ভর করে এয়ারলাইন্স সংস্থার উপরে।

DGCA Guidelines on Inflight Alcoholism
Published by: Kishore Ghosh
  • Posted:April 11, 2024 12:37 pm
  • Updated:April 11, 2024 12:37 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিমানে মদ‌্যপ অবস্থায় সহযাত্রীর গায়ে প্রস্রাব! এয়ার ইন্ডিয়ার সেই ঘটনায় তোলপাড় ছড়িয়েছিল। আদালতে ডিজিসিএ জানায়, বিমানে মদ‌্যপান নিয়ে এয়ারলাইন্স নিয়ন্ত্রক সংস্থার কোনও সাধারণ নিয়ম নেই। পুরোটাই নির্ভর করে এয়ারলাইন্স সংস্থার উপর। তবে ‘অবাধ্য যাত্রীদের নিয়ন্ত্রণে’ সিএআর রয়েছে।

সিএআর-এর ক্লজ ৪.৩ অনুযায়ী, মদ্যপ যাত্রী যেন বাড়াবাড়ি না করেন, সে ব্যাপারে সতর্ক থাকতে হবে। এয়ার ইন্ডিয়ার নীতি হল, যাত্রীরা সিটে বসলে অ্যালকোহল পরিবেশন করা হয়। যাত্রীরা সঙ্গে অ্যালকোহল আনলে তা পান করা থেকে বিরত রাখতে হবে। ১৮ বছরের কম বয়সীদের কোনও অ্যালকোহল পরিবেশন করা উচিত নয়। চার ঘণ্টার কম সময়ের ফ্লাইটে, যাত্রীকে দুটির বেশি পানীয় পরিবেশন করা হয় না। এক পানীয় বলতে ১২ আউন্স বিয়াস বা এক গ্লাস ওয়াইন বা শ‌্যাম্পেন ধরা হয়।

Advertisement

 

Advertisement

[আরও পড়ুন: বেসরকারিকরণের ফলে বিজেপির নিয়ন্ত্রণে সৈনিক স্কুলও! তোপ খাড়গের, কেন্দ্র বলল, ‘বিভ্রান্তিকর’]

কখনও সহযাত্রীর গায়ে, কখনও আবার আসনেই, প্রস্রাব কাণ্ডে অস্বস্তিতে এয়ার ইন্ডিয়া (Air India)। সম্প্রতিই বিমানে যাত্রীদের অভব্য আচরণ ঘিরে যে বিতর্ক তৈরি হয়েছে, তার জেরেই এবার বিমানে অ্যালকোহল সার্ভিস নীতিতে (Alcohol Service Policy) পরিবর্তন আনল উড়ান সংস্থা। উড়ান সংস্থার তরফে জানানো হয়েছে, যদি প্রয়োজন মনে হয়, তবে বিমানের কেবিন ক্রু কোনও যাত্রীকে মদ পরিবেশন করতে অস্বীকার করতে পারেন। টাটা গ্রুপের (TATA Group) এয়ারলাইনকে ইতিমধ্যেই মোটা অঙ্কের জরিমানার মুখে পড়তে হয়েছে। প্রস্রাব কাণ্ডের কথা না জানানোর জন্য কেন্দ্রীয় উড়ান নিয়ন্ত্রক সংস্থা ডিজিসিএ(DGCA)-র তরফে ১০ লক্ষ টাকা জরিমানা করা হয় এয়ার ইন্ডিয়াকে। এই ঘটনার পরই বিমানে মদ পরিবেশন নিয়ে কড়া অবস্থান নিল উড়ান সংস্থা।

 

[আরও পড়ুন: ‘মদ্যপ’ চালকের ভুলে বলি তাজা প্রাণ! হরিয়ানায় স্কুলবাস উলটে মৃত কমপক্ষে ৬ পড়ুয়া]

উল্লেখ্য, গত বছর এয়ার ইন্ডিয়ার দুটি আন্তর্জাতিক বিমানে প্রস্রাব কাণ্ড ঘটেছিল। একটি ঘটনায় এক মদ্যপ যাত্রী তাঁর সহযাত্রী এক মহিলার গায়ে প্রস্রাব করেন। অপর ঘটনায় যাত্রী নিজের আসনেই প্রস্রাব করে ফেলেন। দুই যাত্রীই মদ্যপ অবস্থায় ছিলেন বলে জানা গিয়েছে। পরপর এই ঘটনার জেরেই এয়ার ইন্ডিয়ার তরফে বিমানে অ্যালকোহল পরিবেশনের নীতিতে পরিবর্তন আনার সিদ্ধান্ত হয়।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ