Advertisement
Advertisement

Breaking News

মন্ত্রী

জয়ের ‘পুরস্কার’, মন্ত্রিত্বের পথে দিলীপ-শান্তনু-কুনার হেমব্রম

সকালে রাজঘাটে যাওয়ার ফোন পেয়ে আশা বাড়ছে এই তিনজনের৷

Dilip Ghosh,Shantanu Thakur,Kunar Hembrom are on the race of ministers
Published by: Sucheta Sengupta
  • Posted:May 30, 2019 11:41 am
  • Updated:May 30, 2019 1:33 pm

নন্দিতা রায়, নয়াদিল্লি: মোদির দ্বিতীয় মন্ত্রিসভায় বাংলা থেকে বেশ কয়েকজনের ঠাঁই হবে বলে ইঙ্গিত ছিল আগেই৷ বৃহস্পতিবার সকালে তাঁদের নাম নিয়ে জল্পনা আরও বাড়ল৷ সূত্রের খবর, বাবুল সুপ্রিয় এবং এসএস আলুওয়ালিয়া গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকতে পারেন৷ এছাড়া মন্ত্রী হওয়ার সম্ভাবনা বাড়ছে দিলীপ ঘোষ, শান্তনু ঠাকুরের৷ মন্ত্রিত্বের দৌড়ে এগিয়ে ঝাড়গ্রামের বিজেপি সাংসদ কুনার হেমব্রমও৷

[আরও পড়ুন: ‘বিদেশি’ চিহ্নিত কারগিল যুদ্ধের সেনা! অসমের ডিটেনশন ক্যাম্পে সানাউল্লাহ]

অন্দরের খবর, বৃহস্পতিবার সকালে এই তিনজনকে ফোন করে রাজঘাটে যেতে বলা হয়৷ সেখানে রূপা গঙ্গোপাধ্যায়ও উপস্থিত ছিলেন৷ তবে তিনি নিজে ফোনের প্রসঙ্গটি এড়িয়ে গিয়েছেন৷ ফোনের সূত্রেই মনে করা হচ্ছে, দিলীপ ঘোষ, শান্তনু ঠাকুর এবং কুনার হেমব্রমকে গুরুত্ব দিতে চাইছে নতুন মন্ত্রিসভা৷ তাঁদেরওক্যাবিনেটে জায়গা করে দেওয়ার তোড়জোড় চলছে৷ এমনিতে মোদির দ্বিতীয় মন্ত্রিসভায় বাংলা থেকে চার থেকে ছ’জনের জায়গা হওয়ার আভাস রয়েছে৷ সম্ভাব্য দুই পূর্ণমন্ত্রী বাবুল সুপ্রিয়, সুরিন্দর সিং আলুওয়ালিয়া৷ বাকিদের মধ্যে দিলীপ ঘোষ, শান্তনু ঠাকুর এবং কুনার হেমব্রমের নাম উঠছে মন্ত্রিত্বের দৌড়ে৷

Advertisement

এর আগে অবশ্য লকেট চট্টোপাধ্যায় এবং দেবশ্রী চৌধুরীর নাম উঠেছিল মন্ত্রিসভার মহিলা সদস্য হিসেবে৷ এদিন দেবশ্রী চৌধুরীর কাছেও ফোন গিয়েছে বলে খবর৷ এদিকে উত্তরবঙ্গ এবং জঙ্গলমহলে বিজেপির দারুণ ফলাফলের জন্য সেখানকার দুই সাংসদকে মন্ত্রী করার ভাবনা চলছিল৷ সেক্ষেত্রে এগিয়ে ছিলেন আলিপুরদুয়ারের শ্রমিক নেতা তথা সদ্য নির্বাচিত সাংসদ জন বারলা৷ তবে বৃহস্পতিবার সকাল নাগাদ পরিস্থিতি কিছুটা পালটে গিয়েছে৷ জঙ্গলমহলে কিছুটা এগিয়ে ঝাড়গ্রামের সাংসদ কুনার হেমব্রম৷ অর্জুন সিংয়ের মন্ত্রিত্ব পাওয়ার খুব একটা সম্ভাবনা নেই বলে সূত্রের খবর৷ অন্যান্য রাজ্যের ক্ষেত্রে দলের ছয় থেকে সাতজন সাংসদ পিছু একজনকে মন্ত্রিসভায় আনার অঙ্ক নিয়ে চলা হচ্ছে বলে বিজেপির অন্দরেই কানাঘুষো চলছে। শেষ পর্যন্ত অবশ্য কী হয়, তার জন্য আর বেশিক্ষণের অপেক্ষা নয়৷ সন্ধের মধ্যে মোদি পরিচালিত দ্বিতীয় এনডিএ সরকারের মন্ত্রিসভার ছবিটা৷

Advertisement

[আরও পড়ুন: আজ শপথ নেবেন মোদি, অনুষ্ঠানের আগে দিল্লিতে চাঁদের হাট]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ