Advertisement
Advertisement
Dog

গাড়ির পিছনে বেঁধে টেনে হিঁচড়ে নিয়ে যাওয়া হল সারমেয়কে, ভিডিও ভাইরাল হতেই ধৃত বৃদ্ধ

ওই বৃদ্ধের আচরণে ক্ষোভে ফুঁসছেন পশুপ্রেমীরা।

Dog tied to a moving car and being dragged in Kerala ।Sangbad Pratidin
Published by: Sayani Sen
  • Posted:December 12, 2020 10:42 am
  • Updated:December 12, 2020 10:46 am

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সারমেয়দের মতো অবলা প্রাণীর উপর নৃশংস অত্যাচারের ঘটনা বারবার শিরোনামে জায়গা করে নিয়েছে। এবার একই ঘটনার পুনরাবৃত্তি। ঘটনাস্থল কেরলের (Kerala) এরনাকুলাম। পথকুকুরের উপর নির্মম অত্যাচারের ঘটনায় বৃদ্ধকে গ্রেপ্তার করেছে পুলিশ।

ঠিক কী হয়েছিল? বছর বাষট্টির ইউসুফ নামে ওই বৃদ্ধের অভিযোগ, পথকুকুরটি (Street Dog) নাকি এলাকায় প্রচণ্ড বিরক্ত করে। তা ঠিক কীরকমভাবে ওই অবলা প্রাণী বিরক্ত করে তাকে? সময়ে অসময়ে সে নাকি চিৎকার চেঁচামেচি করে। তাই তাকে এলাকাছাড়া করার সিদ্ধান্ত নেয় ওই বৃদ্ধ। মারধর করা হয় প্রথমে। তারপর ওই সারমেয়টিকে নিজের গাড়ির পিছনে বেঁধে ফেলে। প্রচণ্ড গতিতে গাড়ি ছুটতে থাকে। আর তার সঙ্গে রাস্তায় টেনে হিঁচড়ে নিয়ে যাওয়া পথকুকুরটিকে।

Advertisement

[আরও পড়ুন: এবার থেকে টি-শার্ট, জিনস ও স্লিপার পরে কর্মক্ষেত্রে যেতে পারবেন না সরকারি কর্মীরা]

পথচলতিরা অনেকেই এই ঘটনার সাক্ষী। তবে কেউই তাতে বিশেষ গুরুত্ব দেননি। তবে অখিল নামে এক বাইক চালক ঘটনাটি দেখে তাজ্জব হয়ে যান। তিনি প্রথমে ভেবেছিলেন কুকুরটি হয়তো কোনও কারণে গাড়িটিকে ধাওয়া করছে। তবে বাইক নিয়ে ওই গাড়িটির প্রায় কাছাকাছি পৌঁছনোমাত্রই তাঁর ভুল ভাঙে। তিনি বুঝতে পারেন কুকুরটি স্বেচ্ছায় গাড়িটির পিছন পিছন যাচ্ছে না। পরিবর্তে তাকে বেঁধে ওভাবে নিয়ে যাওয়া হচ্ছে। সঙ্গে সঙ্গে ঘটনাটির ভিডিও করেন তিনি। তা মুহূর্তেই ভাইরাল (Viral) হয়ে যায় সোশ্যাল মিডিয়ায়। ক্ষুব্ধ হন পশুপ্রেমীরা।

Advertisement

থানায় অভিযোগ দায়ের করেন অখিল। তাঁর অভিযোগের ভিত্তিতে পুলিশ বৃদ্ধকে গ্রেপ্তার করে। পশু নির্যাতনের ধারায় অভিযুক্তের বিরুদ্ধে বেশ কয়েকটি মামলা রুজু হয়। যদিও কিছুক্ষণ পর জামিনে মুক্তি পায় ওই বৃদ্ধ। তবে বৃদ্ধের কঠোর শাস্তির দাবিতে সরব পশুপ্রেমীরা।

[আরও পড়ুন: কৃষক আন্দোলনের দখল নিয়েছে ‘টুকরে টুকরে গ্যাং’, বিস্ফোরক অভিযোগ রবিশংকর প্রসাদের]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ