Advertisement
Advertisement

অমানবিক! FIR দায়ের করতে গিয়ে পুলিশের পা ধরতে হল বৃদ্ধাকে

যোগীর রাজ্যের পুলিশের কীর্তি ভাইরাল নেটদুনিয়ায়৷

Elderly woman pleading at Cop's feet
Published by: Sayani Sen
  • Posted:January 20, 2019 4:00 pm
  • Updated:January 20, 2019 4:00 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মারা গিয়েছেন নাতি৷ ঠাকুমা শোকে পাথর৷ কিন্তু নাতির মৃত্যুর কারণ কী, তা নিয়ে খটকা ছিল তাঁর৷ তাই অভিযোগ জানাতে গিয়েছিলেন থানায়৷ সুবিচার তো দূরস্ত, অভিযোগ জানাতে গিয়ে রীতিমতো হাতে পায়ে পড়তে হল পঁচাত্তর বছর বয়সি ওই বৃদ্ধাকে৷ যোগীর রাজ্যের পুলিশের এই অমানবিকতার ভিডিও ছড়িয়ে পড়েছে নেটদুনিয়ায়৷ ভিডিওটি নজরে এসেছে লখনউ প্রশাসনের৷ তাঁর বিরুদ্ধে বিভাগীয় তদন্ত শুরু হয়েছে৷

[ফের কাঠগড়ায় Zomato, খাবার অর্ডার করে এ কী পেলেন ব্যক্তি!]

লখনউয়ের গুদাম্বা থানার বাসিন্দা ব্রহ্মা দেবীর বছর কুড়ির নাতি ছাড়া কেউই নেই৷ তাঁর নাতি এলাকারই একটি প্লাইউড কারখানায় কাজ করতেন৷ শুক্রবার কারখানায় কাজে গিয়েই মৃত্যু হয় তাঁর৷ বৃদ্ধার অভিযোগ, কারখানা কর্তৃপক্ষের উদাসীনতায় এক মেশিনের নিচে চাপা পড়ে মৃত্যু হয়েছে তাঁর নাতির৷ গুদাম্বা থানায় এফআইআর দায়ের করতে যান বৃদ্ধা৷ মৃত্যুর তদন্ত তো দুর অস্ত, অভিযোগ জানাতে গিয়ে রীতিমতো নাকানিচোবানি খেতে হয়েছে ওই মহিলাকে৷ সদ্যই সেই ভিডিও ছড়িয়ে পড়েছে নেটদুনিয়ায়৷ ওই ভিডিওতে দেখা গিয়েছে, গুদাম্বা থানার ওসি তেজ প্রকাশ সিং একটি চেয়ারে বসে রয়েছেন৷ তাঁর সামনে হাত জোড় করে দাঁড়িয়ে রয়েছেন নাতির মৃত্যুর বিচারপ্রার্থী ওই বৃদ্ধা৷ নাতির মৃত্যুর কথা বলতে গিয়ে কান্নায় ভেঙে পড়েছেন তিনি৷ কাকুতিমিনতি করার পরেও অভিযোগ নেওয়া হয়নি৷ বাধ্য হয়ে ওই পুলিশ আধিকারিকের পা-ও ধরতে যান মহিলা৷ কিন্তু তাতেও কাজের কাজ কিছুই হয়নি৷ ওসি অভিযোগ নেননি৷ পরিবর্তে বেশ তাড়িয়ে তাড়িয়ে গোটা ঘটনাটি উপভোগ করে ওই পুলিশ আধিকারিক৷

Advertisement

UP-POLICE

Advertisement

[‘পুরুষও নন, মহিলাও নন’, মায়াবতীকে কুরুচিকর আক্রমণ বিজেপি বিধায়কের]

কাজের নিরিখে গুদাম্বা থানার পুলিশ আধিকারিকদের যথেষ্টই নামডাক রয়েছে৷ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংও এই থানার আধিকারিকদের প্রশংসা করেছেন৷ এই থানার পুলিশ আধিকারিকদের ভাল কাজের জন্য পুরস্কৃতও করেছেন তিনি৷ এহেন থানাতেই মহিলার সঙ্গে দুর্ব্যবহারের ঘটনা ভাইরাল হতে বেশি সময় নেয়নি৷ সুবিচারের দাবিতে মহিলার কান্নাকাটির ঘটনা মুহূর্তের মধ্যেই ছড়িয়ে পড়ে নেটদুনিয়ায়৷ ওই ভিডিওটির আদতে সত্যি কিনা, তা খতিয়ে দেখছেন আধিকারিকরা৷ আপাতত তেজ প্রকাশ সিং নামে ওই পুলিশ আধিকারিককে বদলি করে দেওয়া হয়েছে৷ পুলিশ লাইনে সরিয়ে দেওয়া হয়েছে তাঁকে৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ