BREAKING NEWS

১৫ চৈত্র  ১৪২৯  বৃহস্পতিবার ৩০ মার্চ ২০২৩ 

READ IN APP

Advertisement

‘সব নির্বাচনেই আমাদের অগ্নিপরীক্ষা দিতে হয়’, বিস্ফোরক মুখ্য নির্বাচন কমিশনার

Published by: Subhajit Mandal |    Posted: March 12, 2023 12:18 pm|    Updated: March 12, 2023 12:18 pm

Election Commission of India gives 'agni pariksha' after each election, Says CEC | Sangbad Pratidin

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠতেই বিস্ফোরক দেশের মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমার (Rajeev Kumar)। তিনি বলছেন, এ দেশে যে কোনও নির্বাচন হওয়া মানেই সেটা নির্বাচন কমিশনের জন্য অগ্নিপরীক্ষা। বছরের পর বছর ধরে সফলভাবে নির্বাচন সম্পন্ন করার পরও প্রতিবার বিশ্বাসযোগ্যতার পরীক্ষা দিতে হয় কমিশনকে।

সদ্যই মিটেছে ত্রিপুরা, মেঘালয় এবং নাগাল্যান্ডের ভোটপর্ব। এবার কর্ণাটকের (Karnataka) পালা। চলতি বছর আরও অন্তত পাঁচটি রাজ্যে ভোট হওয়ার কথা। শনিবার নির্বাচন পূর্ববর্তী পরিস্থিতি পর্যালোচনা করতে কর্ণাটক গিয়েছিলেন রাজীব কুমার। সেখানে তাঁকে প্রশ্ন করা হয়, কর্ণাটকের মানুষ কমিশনের কাছ থেকে কতটা সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন প্রত্যাশা করতে পারে? সেই প্রশ্নের জবাবে মুখ্য নির্বাচন কমিশনার বলেন, বছরের পর বছর সফলভাবে নির্বাচন করে আমরা মানুষের বিশ্বাস অর্জন করেছি। অথচ এখনও আমাদের প্রতিটি নির্বাচনে অগ্নিপরীক্ষা দিতে হয়। মুখ্য নির্বাচন কমিশনারের দাবি, কমিশনের নিরপেক্ষতা নিয়ে বারবার প্রশ্ন ওঠা উচিত নয়।

[আরও পড়ুন: কাশ্মীর সমস্যার ‘ভিলেন’ কি নেহরুই? ইতিহাসের গোপন নথি দেয় ‘অন্য’ ইঙ্গিত]

রাজীব কুমার বলছেন, আজকের দিনে প্রতিটা নির্বাচনের ফলাফল মানুষ চোখ বন্ধ করে মেনে নিচ্ছে। ব্যালটে যে ফলাফল আসছে সেই ফলাফল মেনে নিয়ে খুন মসৃণভাবে ক্ষমতা হস্তান্তর হচ্ছে। আজকের দিনে বহু উন্নত দেশেও সেটা চোখে পড়ে না। মুখ্য নির্বাচন কমিশনার বলছেন, নির্বাচন কমিশন (Election Commission) সফলভাবে ৪০০টি রাজ্যের নির্বাচন করেছে। ১৭টি লোকসভা নির্বাচন করেছে, ১৬টি রাষ্ট্রপতি নির্বাচন করিয়েছে। আজ ভারত যে সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক এবং ভৌগলিক স্থায়িত্ব অর্জন করেছে, সেটা সম্ভব হয়েছে শুধু ভারতবাসী নির্বাচন প্রক্রিয়ায় ভরসা রাখে বলেই। অথচ তা সত্ত্বেও আমাদের প্রতি নির্বাচনে অগ্নিপরীক্ষা দিতে হয়।

[আরও পড়ুন: ‘প্রযোজকের ইনকাম সার্টিফিকেট দেখেন নাকি?’, দুর্নীতিতে টলি-যোগে অভিনেতাদের পাশেই শতাব্দী]

বস্তুত, সাম্প্রতিককালে একাধিকবার নির্বাচন কমিশনের বিশ্বাসযোগ্যতা এবং নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলেছে বিরোধীরা। এমনকী প্রশ্ন উঠেছে ইভিএমের (EVM) বিশ্বাসযোগ্যতা নিয়ে। মুখ্য নির্বাচন কমিশনারের এই মন্তব্য আসলে পরোক্ষে বিরোধীদের কটাক্ষ।

Sangbad Pratidin News App: খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে লাইক করুন ফেসবুকে ও ফলো করুন টুইটারে