Advertisement
Advertisement

Breaking News

‘হিন্দুদের নিশানা করা হচ্ছে’, সবরীমালা ইস্যুতে বিস্ফোরক প্রাক্তন ইসরো প্রধান

‘রাতের অন্ধকারে মন্দিরে মহিলাদের প্রবেশ কাপুরুষোচিত’৷

Ex-ISRO chief speaks on Sabarimala
Published by: Monishankar Choudhury
  • Posted:January 5, 2019 3:07 pm
  • Updated:January 5, 2019 3:07 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এবার সবরীমালা ইস্যুতে মুখ খুললেন ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থার (ইসরো) প্রাক্তন প্রধান ডি মাধবন নায়ার৷ রাতের অন্ধকারে মন্দিরে মহিলা ভক্তের প্রবেশকে কাপুরুষোচিত বলেছেন তিনি৷ একই সঙ্গে ‘তুচ্ছ’ ইস্যুতে মাতামাতি করছে কেরল সরকার বলেও অভিযোগ জানিয়েছেন তিনি৷

সম্প্রতি বিজেপিতে যোগ দেওয়া ইসরো-র প্রাক্তন চেয়ারম্যান বলেন, “সবরীমালা মন্দিরে দুই মহিলার প্রবেশ কাপুরুষোচিত৷ অন্ধকারের সুযোগ নিয়ে যে কেউই মন্দিরে প্রবেশ করতে পারে৷ সবরীমালা নিয়ে পরিস্থিতি কিছুটা শান্ত হলেও ফের এহেন ঘটনায় তা জটিল রূপ ধারণ করেছে৷ কেরল সরকার তুচ্ছ বিষয় নিয়ে মাতামাতি করছে৷ বন্যায় কেরলে প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে৷ সেদিকে নজর নেই সরকারের৷ পুনর্বাসন ও পুনর্গঠন প্রক্রিয়া প্রায় থমকে রয়েছে৷ সেদিকে মন দিক সরকার৷” তিনি আরও বলেন, “হিন্দু, মুসলিম বা শিখ, প্রত্যেক ধর্মেরই নিজস্ব মান্যমানতা, বিচার থাকে৷ সেগুলির সম্মান করা উচিত৷ কিন্তু এখানে শুধু হিন্দুদেরই নিশানা করা হচ্ছে৷ এর নেপথ্যে রাজনৈতিক উদ্দেশ্য রয়েছে৷”

Advertisement

সবরীমালায় মহিলা প্রবেশ নিয়ে সুপ্রিম কোর্টের যুগান্তকারী রায়ের পর থেকেই ফুঁসছে কেরল৷ তার উপর আবার বিক্ষোভকারীদের অগ্রাহ্য করে আয়াপ্পার কাছে ইতিমধ্যেই পৌঁছে গিয়েছেন তিন মহিলা ভক্ত৷ আর তা যেন আন্দোলনের আগুনে ঘৃতাহুতির মতো হয়েছে৷ মহিলাদের প্রবেশকে কেন্দ্র করেই গত বুধবার থেকে আবারও নতুন করে উত্তপ্ত ‘ঈশ্বরের আপন দেশ’৷ বুধবার কনকদুর্গা ও বিন্দু এবং শুক্রবার শ্রীলঙ্কান মহিলা শশিকলা সবরীমালা মন্দিরে ঢোকেন৷ প্রবেশের প্রতিবাদে হিন্দুত্ববাদী সংগঠনের আন্দোলনে অশান্ত গোটা কেরল৷ বৃহস্পতিবার থেকে বেড়েছে আন্দোলনের তীব্রতা৷ বিভিন্ন জায়গায় সিপিএম ও বিজেপি সমর্থকরা খণ্ডযুদ্ধেও জড়িয়ে পড়ে৷ সেই খবর সংগ্রহ করতে গিয়ে আক্রান্ত হন সাংবাদিকরাও৷ সেই ঘটনার রেশ শুক্রবারও ছিল৷ ওই দিন একাধিক জায়গায় সিপিএম নেতাদের উপর হামলা করা হয়৷ শুক্রবার রাতেও একই পরিস্থিতি কেরলের৷ হিংসার ঘটনায় অশান্ত হয়ে ওঠে কান্নুর৷

Advertisement

[জঙ্গিদের সঙ্গে হাত মিলিয়ে ভারতে সার্জিক্যাল স্ট্রাইকের পরিকল্পনা করছে পাকিস্তান]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ