BREAKING NEWS

১৭ চৈত্র  ১৪২৯  শনিবার ১ এপ্রিল ২০২৩ 

READ IN APP

Advertisement

ভারত জোড়ো যাত্রার সমাপ্তিতে সঙ্গী তুষারপাত, শ্রীনগরে রাহুলকে ঘিরে আবেগপ্রবণ দলীয় কর্মীরা

Published by: Kishore Ghosh |    Posted: January 30, 2023 2:52 pm|    Updated: January 30, 2023 2:56 pm

Final Day of Bharat Jodo Yatra and Rahul Gandhi rises in Srinagar | Sangbad Pratidin

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গত বছর ৭ সেপ্টেম্বর কন্যাকুমারী থেকে শুরু হয়েছিল রাহুল গান্ধীর (Rahul Gandhi) নেতৃত্বে কংগ্রেসের (Congress) ‘ভারত জোড়ো যাত্রা’ (Bharat Jodo Yatra)। সোমবার শ্রীনগরে প্রবল তুষারপাতের মধ্যে রাহুলের সংক্ষিপ্ত বক্তব্যের মধ্যে দিয়ে সমাপ্তি হল ঐতিহাসিক যাত্রার। সমাপ্তি অনুষ্ঠানে কংগ্রেসের তরফে ২১টি বিরোধী দলকে আমন্ত্রণ জানানো হয়েছিল। তাদের মধ্যে অনেককেই উপস্থিত থাকতে দেখা গেল। প্রাকৃতিক দুর্যোগের মধ্যেও রাহুল গান্ধীকে কেন্দ্র করে কাশ্মীরবাসীর মধ্যে আবেগের বিস্ফোরণ দেখা গেল। নিজের বক্তব্যে রাহুল জানালেন, এই যাত্রা তাঁকে অনেক কিছু শিখিয়েছে।

[আরও পড়ুন: একদিনে এক কোটি অ্যাকাউন্ট খোলার লক্ষ্য পূরণে ব্যর্থ ডাকঘর, কততে থামল অভিযান?]

১৪৫ দিনের দীর্ঘ যাত্রায় ১২টি রাজ্য এবং দু’টি কেন্দ্রশাসিত অঞ্চলের মধ্যে দিয়ে হেঁটেছেন রাহুল। জনসংযোগ গড়ে তুলেছেন। কন্যাকুমারী থেকে শ্রীনগর পর্যন্ত মোট ৩,৯৭০ কিলোমিটার পথ হেঁটেছেন কংগ্রেস নেতা। সমাপ্তি অনুষ্ঠানে নিজের সেই অভিজ্ঞতা জানাতে গিয়ে বলেন, যাত্রার শুরু দিকে একদিন পায়ে খুব ব্যথা পাই। কিন্তু একটি অল্পবয়সী মেয়ের চিঠি তাঁকে বদলে দেয়। ব্যথা অদৃশ্য হয়। কংগ্রেস নেতা বলেন, “অনেক কিছু শিখলাম। একদিন খুব কষ্ট হচ্ছিল। ভাবছিলাম আরও ৬-৭ ঘণ্টা হাঁটতে হবে এবং বিষয়টা কঠিন। কিন্তু এক তরুণী আমার কাছে ছুটে এসে বলে যে সে আমার জন্য কিছু লিখেছে। এবং চলে যায়।”

রাহুল জানান, তরুণী চিঠিতে লেখেন, “আমার পক্ষে আপনার সঙ্গে হাঁটা সম্ভব নয়। কিন্তু হৃদয় থেকে আপনার পাশে হাঁটছি। যেহেতু জানি যে আপনি আমার ভবিষ্যতের জন্য হাঁটছেন।” চিঠির পড়ে অদৃশ্য হয় রাহুলের। কংগ্রেস নেতা আরও বলেন, যাত্রাকালীন দেশকে আরও কাছ থেকে চেনার সুযোগ হয়েছে। জাত-ধর্মের ঊর্ধ্বে একতার কথা বলেন। বিরোধীদের সঙ্গে নিয়ে চলারও বার্তা দেন।

[আরও পড়ুন: দেশবাসীকে অনশনের ডাক, লাদাখ বাঁচাতে প্রধানমন্ত্রীকে বার্তা সোনম ওয়াংচুকের]

‘শের-ই-কাশ্মীর’ ক্রিকেট স্টেডিয়ামে নিজের বক্তব্যের আগে জাতীয় পতাকা উত্তোলন করেন রাহুল। সমাপ্তি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডিএমকে, এনসি, পিডিপি, সিপিআই, আসএসপি, আইইএমএল এবং বিএসপি এমপি-র প্রতিনিধিরা। এদিন মেজাজেই দেখা গিয়েছে কংগ্রেস নেতাকে। বোন প্রিয়াঙ্কা গান্ধীর সঙ্গে বরফ নিয়ে খেলতেও দেখা যায় তাঁকে। এদিকে যাত্রায় ভাল সাড়া পাওয়া গিয়েছে বলে দাবি করেছে কংগ্রেস নেতৃত্ব। উল্লেখ্য, পাঁচ মাসের যাত্রায় রাহুলের সঙ্গে হেঁটেছেন সমাজের বিভিন্ন শ্রেণির মানুষ। পা মিলিয়েছেন বিশিষ্টরাও। ২০২৪ সালে লোকসভা নির্বাচনের আগে রাহুলের নেতৃত্বে কংগ্রেসের এই কর্মসূচি নজর কেড়েছে রাজনীতির আঙিনায়।

Sangbad Pratidin News App: খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে লাইক করুন ফেসবুকে ও ফলো করুন টুইটারে