Advertisement
Advertisement
Delhi Saket Court

দিল্লিতে ভরা আদালতে আইনজীবী সেজে মহিলাকে গুলি!

দিল্লির সাকেত কোর্টে চলল গুলি।

Firing at Delhi Saket court, man tried to kill wife, woman lawyer injured | Sangbad Pratidin
Published by: Anwesha Adhikary
  • Posted:April 21, 2023 11:02 am
  • Updated:April 21, 2023 9:51 pm

সোমনাথ রায়, নয়াদিল্লি: দিল্লির (Delhi) আদালত চত্বরে আচমকা চলল গুলি। শুক্রবার সকালে আচমকাই গুলি চলে দিল্লির সাকেত আদালতে। প্রাথমিকভাবে জানা গিয়েছিল, স্বামী-স্ত্রীর মধ্যে বিবাদের জেরেই গুলি চালানোর ঘটনা ঘটেছে। বৈবাহিক সম্পর্ক ভাল ছিল না, তার জেরেই আদালতে এসে স্ত্রীকে খুন করার পরিকল্পনা করেছিলেন ব্যক্তি। পূর্ব পরিকল্পিতভাবে আইনজীবীর পোশাক পরে আদালতে আসেন ওই ব্যক্তি। 

শুক্রবার সকাল সাড়ে দশটা নাগাদ যথারীতি এজলাস শুরু হয় দিল্লির সাকেত আদালতে (Delhi Saket Court)। আচমকাই শোনা যায় গুলির শব্দ। সঙ্গে সঙ্গে কোর্ট চত্বর ঘিরে ফেলে পুলিশ। দেখা যায়, গুলি লেগে আহত হয়েছেন এক মহিলা। গুলি লাগে তাঁর পেটে। এজলাস থেকে বের করে তাঁকে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়। প্রথমে শোনা যায় কোনও আইনজীবী নয়, আহত মহিলাকে গুলি করেছেন তাঁর স্বামীই। পরে দিল্লি দক্ষিণের ডিসিপি চন্দন চৌধুরী জানান, অভিযুক্ত ব্যক্তি পেশায় একসময় আইনজীবী ছিলেন। বিভিন্ন অভিযোগে তাঁকে সাসপেন্ড করে বার কাউন্সিল। তিনি আহত মহিলার নামে প্রতারণার মামলা করেছিলেন, শুক্রবার সাকেত আদালতে ছিল সেই মামলার শুনানি। তার আগেই হঠাৎ আক্রমণ।

Advertisement

[আরও পড়ুন: ‘বিজেপি নেতারা মুখ্যমন্ত্রীর কাপড় খুলে দেবে’, ফের ‘কুকথা’ দিলীপের মুখে]

প্রাথমিকভাবে জানা গিয়েছে, মহিলাকে খুন করতেই চার রাউন্ড গুলি চালান অভিযুক্ত ব্যক্তি। আইনজীবী সেজে ভরা আদালতে এসে পরপর চারবার গুলি চালান। আহত হন এক মহিলা আইনজীবী। তাঁর গলায় গুলি লাগে। প্রাথমিক চিকিৎসার পর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। অন্যদিকে আহত হন অভিযুক্তের স্ত্রীও। গুলি লাগে তাঁর পেটে।  

Advertisement
তবে এই প্রথম নয়। আগেও দিল্লির আদালতে গুলি চালানোর ঘটনা ঘটেছে। গত বছর সেপ্টেম্বর মাসে আইনজীবীর ছদ্মবেশে আদালতে ঢুকে গুলি চালায় দুই বন্দুকবাজ। তবে পুলিশের পালটা গুলিতে নিকেশ হয় দুই আততায়ী। গত বছরই দুই আইনজীবীর মধ্যে বিবাদ চলাকালীন আচমকাই গুলি চালান একজন। সেই ঘটনায় অবশ্য হতাহতের খবর পাওয়া যায়নি।

[আরও পড়ুন: বাম আমলের চিংড়িঘাটা ফ্লাইওভারের নকশায় গলদ, বিপদের আশঙ্কায় ভেঙে ফেলার সিদ্ধান্ত পুরসভার]

 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ