Advertisement
Advertisement

পুণের নিহত আইটি কর্মীর পরিবারকে ক্ষতিপূরণ ১ কোটি

পরিবারের একজন সদস্যকে চাকরি দেওয়ার কথাও জানিয়েছে ইনফোসিস৷

Firm to give Rs 1 crore, job for Rasila Raju’s family
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:February 1, 2017 4:24 am
  • Updated:February 1, 2017 4:24 am

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পুণের মৃত তথ্যপ্রযুক্তি কর্মী রসিলা রাজুর পরিবারকে এক কোটি টাকা ক্ষতিপূরণ দেওয়ার কথা ঘোষণা করল তথ্যপ্রযুক্তি সংস্থা ইনফোসিস৷ এর পাশাপাশি রসিলার পরিবারের একজন সদস্যকে চাকরি দেওয়া হবে বলেও জানানো হয়েছে সংস্থার পক্ষ থেকে৷

মঙ্গলবার কেরালার কোঝিকড়ে মঙ্গলবার শেষকৃত্য সম্পন্ন হয় রসিলার৷ গত সোমবার রসিলার পরিবারের সঙ্গে সংস্থার মধ্যে আলোচনা হয় বলেও জানা গিয়েছে৷ আর সেই আলোচনার পরেই সংস্থার তরফে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে মনে করা হচ্ছে৷

Advertisement

প্রসঙ্গত, পুণের ইনফোসিস তথ্যপ্রযুক্তি সংস্থায় ইঞ্জিনিয়ার হিসাবে চাকরি করতেন রসিলা৷ গত সপ্তাহে অফিসের ভিতরেই তাঁর মৃতদেহ উদ্ধার হয়৷ রসিলার হত্যাকাণ্ডে যুক্ত থাকার অভিযোগে অফিসের এক নিরপত্তাকর্মী ভবেন সাইকিয়াকে গ্রেফতার করা হয়েছে৷

Advertisement

যদিও কংগ্রেসের তরফে ঘটনাটির তদন্তের স্বার্থে প্রোব গঠন করার আর্জি জানানো হয়েছে৷ পুলিশের তরফে জানানো হয়েছে, রসিলার দিকে থাকিয়ে থাকত নিরাপত্তারক্ষী সাইকিয়া৷ তার অদ্ভুত দৃষ্টিতেই আপত্তি ছিল রসিলার৷ আর তাই সাইকিয়াকে হুমকিও দিয়েছিলেন তিনি৷ এহেন আচরণের জন্য কর্তৃপক্ষের কাছে নালিশ করবেন বলেও জানিয়েছিলেন৷ আর রসিলার হুমকির বদলা নিতেই তাঁকে খুন করেছে সাইকিয়া, এমনটাই অনুমান পুলিশের৷

(বোনাস হিসেবে কর্মীদের গাড়ি উপহার দিল এই কোম্পানি)

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ