Advertisement
Advertisement

Breaking News

জঙ্গি

রাতভর অভিযানে বড়সড় সাফল্য সেনার, পুলওয়ামায় নিকেশ ৪ জঙ্গি

দক্ষিণ কাশ্মীরের অনন্তনাগে জঙ্গির গুলিতে শহিদ সেনা জওয়ান৷

Four terrorists killed in Jammu & Kashmir's Pulwama
Published by: Sayani Sen
  • Posted:June 7, 2019 8:58 am
  • Updated:June 7, 2019 8:58 am

মাসুদ আহমেদ, শ্রীনগর: উত্তপ্ত উপত্যকায় বড়সড় সাফল্য ভারতীয় সেনাবাহিনীর৷ রাতভর ধরে চলা অভিযানে চারজন জঙ্গিকে নিকেশ করা হয়েছে৷ তাদের কাছ থেকে অত্যাধুনিক অস্ত্রশস্ত্র উদ্ধার করা হয়েছে৷ কারও নাম-পরিচয় এখনও জানা যায়নি৷

[ আরও পড়ুন: মু্খ্যমন্ত্রী অমরিন্দর সিংয়ের সঙ্গে মনোমালিন্যের জের! ডানা ছাঁটা গেল সিধুর]

গত ১৪ ফেব্রুয়ারি সেনা কনভয়ে হামলা চালিয়েছিল জঙ্গিরা৷ তাতেই শহিদ হন অন্তত চল্লিশেরও বেশি সিআরপিএফ জওয়ান৷ স্বাধীন ভারতের সবচেয়ে বড় জঙ্গি হামলার পর এখনও চার মাস কাটেনি৷ তার আগেই জঙ্গি কার্যকলাপে বারবার উত্তপ্ত পুলওয়ামা৷ ইদের দিন অর্থাৎ বুধবার সকালে এক মহিলার দরজা ধাক্কা দিয়ে বাড়িতে ঢুকে পড়ে জঙ্গিরা৷ নির্বিচারে গুলিও চালায় তারা৷ তাতেই এক মহিলা মারা যান৷ এখনও জখম বেশ কয়েকজনের স্থানীয় হাসপাতালে চিকিৎসা চলছে৷ সেদিনের পর থেকে গোটা এলাকারই নিরাপত্তায় জোর দেওয়া হয়েছে৷ পুলওয়ামার লস্যিপুরায় বেশ কয়েকজন জঙ্গি লুকিয়ে রয়েছে বলেই গোপন সূত্রে খবর পায় সেনা জওয়ানরা৷ সেই অনুযায়ী ওই এলাকায় হানা দেয় যৌথ বাহিনী৷ সেনা জওয়ানদের লক্ষ্য করে গুলি চালায় জঙ্গিরা৷ পালটা জবাব দেয় সেনা৷ রাতভর ধরে চলে গুলির লড়াই৷ শুক্রবার সকালে একে একে চার জঙ্গি নিকেশ হয়৷ তাদের কাছ থেকে অত্যাধুনিক অস্ত্রশস্ত্র উদ্ধার করা হয়েছে৷

Advertisement

[ আরও পড়ুন: আইএস-র হয়ে দেওয়াল লিখন, মুম্বইয়ে আটক উত্তরপ্রদেশের বাসিন্দা]

এদিকে, দক্ষিণ কাশ্মীরের অনন্তনাগে সেনা জওয়ানকে গুলি করে হত্যা করল জঙ্গিরা৷ সূত্রের খবর, ৩৪ রাষ্ট্রীয় রাইফেলসে কর্মরত মানজুর আহমেদ বেজ ঘরেই ছিলেন৷ দরজা ধাক্কা দিয়ে ঘরের ভিতরে ঢোকে জঙ্গি৷ নির্বিচারে গুলি চালায়৷ রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন সেনা জওয়ান৷ তাঁকে তড়িঘড়ি স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হলেও শেষরক্ষা হয়নি৷ নিহত হন ওই সেনা জওয়ান৷ এখনও পর্যন্ত কোনও জঙ্গি সংগঠন এই ঘটনায় দায়স্বীকার করেনি৷

Advertisement

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ