Advertisement
Advertisement
Cheetah

কুনো নয়, ভারতে নতুন ঠিকানা পাচ্ছে আফ্রিকার চিতারা

জোরকদমে চলছে প্রস্তুতি। 

Gandhi Sagar Sanctuary will be the new home of South African cheetahs। Sangbad Pratidin
Published by: Suchinta Pal Chowdhury
  • Posted:September 16, 2023 4:21 pm
  • Updated:September 16, 2023 4:21 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফের দক্ষিণ আফ্রিকা থেকে চিতা আসছে ভারতে। তবে এবার আর তাদের রাখা হবে না কুনো জাতীয় উদ্যানে। চিতাদের নতুন ঠিকানা হতে চলেছে মধ্যপ্রদেশের গান্ধীসাগর অভয়ারণ্য। জোরকদমে চলছে প্রস্তুতি। 

গত বছর ১৭ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পরিকল্পনা মেনে নামিবিয়া থেকে আটটি চিতা (Cheetah) আনা হয়েছিল ভারতে। এ বছর ঐতিহাসিক সেই প্রকল্পের এক বছর পূর্ণ হতে চলেছে। ফের চিতা দক্ষিণ আফ্রিকা থেকে চিতা আসছে ভারতে। এই বিষয়ে পরিবেশ মন্ত্রকের এক কর্তা এসপি যাদব জানিয়েছেন, “কুনো উদ্যানে ২০টি চিতা থাকার ব্যবস্থা রয়েছে। এই মুহুর্তে সেখানে এক শাবক-সহ ১৫টি চিতা রয়েছে। পরবর্তী যে চিতাগুলো আনা হচ্ছে তাদের অন্য জায়গায় রাখা হবে। মধ্যপ্রদেশের গান্ধীসাগর ও নৌরাদেহী অভয়ারণ্য প্রস্তুত করা হচ্ছে। গান্ধীসাগরে জোরকদমে কাজ চলছে। আশা করা যাচ্ছে, চলতি বছরের নভেম্বর, ডিসেম্বর মাসের মধ্যে কাজ শেষ হয়ে যাবে। জায়গাটি সম্পূর্ণ তৈরি হয়ে গেলে সমস্ত প্রস্তুতি খতিয়ে দেখার পর চিতা আনার কাজ শুরু হবে।” 

Advertisement

[আরও পড়ুন: একের বিরুদ্ধে এক ফর্মুলাতেই প্রার্থী দিতে হবে, মমতার সূত্রে সিলমোহর কংগ্রেস হাইকম্যান্ডের]

উল্লেখ্য, ভারতের জঙ্গলে পুনরায় চিতা ফিরিয়ে দেওয়ার জন্য এই উদ্যোগ নিয়েছিলেন প্রধানমন্ত্রী মোদি। এই বছর ১২ ফেব্রুয়ারি দক্ষিণ আফ্রিকা থেকে আরও ১২টি চিতা আসে ভারতে। যাদের রাখা হয় মধ্যপ্রদেশের কুনো জাতীয় উদ্যানে (Kuno National Park)। কিন্তু গত পাঁচ মাসে সেখানে মৃত্যু হয়েছে ৯টি চিতার। বিতর্ক দানা বাঁধে চিতার গলায় থাকা রেডিও কলার নিয়ে। সম্প্রতি এই বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছিল সুপ্রিম কোর্টও। শীর্ষ আদালতে ভর্ৎসনার মুখে পড়তে হয়েছিল কেন্দ্রকে। তিন সদস্যের বেঞ্চের তরফে মোদি সরকারকে স্পষ্ট নির্দেশ দেওয়া হল, দ্রুত পরিস্থিতির মোকাবিলায় সদর্থক পদক্ষেপ করার জন্য।

Advertisement

[আরও পড়ুন: ভারতে ইসলামিক স্টেটের প্রশিক্ষণ শিবির! ৩০টি জায়গায় অভিযানে NIA]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ