BREAKING NEWS

১০ আশ্বিন  ১৪৩০  বৃহস্পতিবার ২৮ সেপ্টেম্বর ২০২৩ 

READ IN APP

Advertisement

রেকর্ড সময়ে নির্মাণ নয়া সংসদ ভবনের, বয়কট নয়, প্রশংসা করুন, বিরোধীদের বললেন গুলাম নবি

Published by: Kishore Ghosh |    Posted: May 27, 2023 4:13 pm|    Updated: May 27, 2023 4:13 pm

Ghulam Nabi Azad tears into new Parliament building row and says won't boycott inaugural | Sangbad Pratidin

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ইদানীংকালে মোদি-বন্দনায় গেরুয়া শিবিরের নেতাদেরও পিছনে ফেলছেন তিনি। ইডি-সিবিআই নিয়ে যখন বিজেপি সরকারের বিরোধিতায় সরব বিরোধী দলগুলি, তখন কাশ্মীরের বর্ষীয়ান নেতা গুলাম নবি আজাদ (Ghulam Nabi Azad) দাবি করেন, মোদিই প্রকৃত রাষ্ট্রনায়ক, প্রতিহিংসাপরায়ণ নন। নতুন সংসদ ভবনের উদ্বোধন বয়কট করেছে ১৯টি রাজনৈতিক দল। তা নিয়েও বিরোধীদের সমালোচনায় সরব হলেন কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী। তাঁর কথায়, বয়কট তো দূর, “রেকর্ড সময়ে নতুন সংসদ ভবনের কাজ শেষ করায় বিজেপি সরকারকে অভিনন্দন জানানো উচিত বিরোধীদের।” তিনি নতুন সংসদ ভবনের উদ্বোধনী অনুষ্ঠান যে তিনি বয়কট করছেন না, সেকথাও জানিয়ে দিয়েছেন।

বর্তমানে ডেমোক্র্যাটিক প্রোগ্রেসিভ আজাদ পার্টির প্রধান গুলাম বলেছেন, “আমি দিল্লিতে থাকলে অবশ্যই নতুন সংসদ ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিতাম। কিন্তু একই সময়ে আমার একটি অনুষ্ঠানে যোগ দেওয়ার রয়েছে।” যোগ করেন, “রেকর্ড সময়ে নতুন সংসদ ভবনের কাজ শেষ করায় সরকারের প্রশংসা করা উচিত বিরোধীদের, সেখানে তারা সরকারের সমালোচনা করছে। বিরোধীদের এই বয়কটের কঠোর বিরোধী আমি।” তিনি আরও বলেন, “গত ৩০-৩৫ বছর ধর এই (নতুন সংসদ নির্মাণের) বিষয়ে স্বপ্ন দেখেছিলাম আমি। যখন সংসদ বিষয়ক মন্ত্রী ছিলাম তখন প্রধানমন্ত্রী নরসিমা রাও, শিবরাজ পাতিল এবং আমি প্রকল্পটি নিয়ে আলোচনাও করেছিলাম। একটি মানচিত্রও তৈরি করা হয়েছিল। শেষ পর্যন্ত আমরা পেরে উঠিনি। এখন তা নির্মাণ করা হচ্ছে। এটা একটা ভাল কাজ।”

[আরও পড়ুন: কর্ণাটকে ২৪ নতুন মন্ত্রীর শপথ, ঠাঁই সব সম্প্রদায়ের, মহিলা মাত্র এক]

প্রসঙ্গত, মাঝে মোদি-বন্দনায় প্রাক্তন কংগ্রেস নেতা গুলাম নবি জানিয়েছিলেন, নাগরিকত্ব সংশোধনী আইন, ৩৭০ ধারা বাতিল, হিজাব-এর মত ইস্যুতে কেন্দ্রের কড়া সমালোচনা করেছলেন। তীব্র আক্রমণে বিদ্ধ করেছিলেন খোদ মোদিকে। এরপরেও পালটা আক্রমণে করেননি প্রধানমন্ত্রী। আজাদ বলেন, “মোদিকে কৃতিত্ব দেব, একাধিক ইস্যুতে আমি তাঁর বিরুদ্ধে সরব হলেও তিনি উদার মনোভাবের পরিচয় দিয়েছেন।” আরও বলেন, “অবশ্যই তাঁকে কৃতিত্ব দিতে হবে, তিনি একজন রাষ্ট্রনায়কের মতো আচরণ করেছেন, প্রতিশোধ নেননি।”

Sangbad Pratidin News App: খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে লাইক করুন ফেসবুকে ও ফলো করুন টুইটারে