Advertisement
Advertisement

Breaking News

‘আসিফা মরেছে, ভালই হয়েছে!’ বিতর্কিত মন্তব্য করে চাকরি খোয়াল ব্যাংককর্মী

ওই ব্যাংককর্মী আবার আরএসএসের সদস্যও৷

Published by: Sangbad Pratidin Digital
  • Posted:April 14, 2018 12:16 pm
  • Updated:April 14, 2018 12:16 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আসিফা হত্যাকাণ্ডের প্রতিবাদে যখন পুড়ছে গোটা দেশ, উত্তাল যখন দেশের রাজনীতি, ঠিক তখন সোশ্যাল মিডিয়ায় বিতর্কিত পোস্ট করে নিজের চাকরি খোয়াল এক ব্যাংককর্মী৷ আসিফার সঙ্গে যা ঘটেছে, সেটা ভাল হয়েছে বলে মন্তব্য করায়, কোচির ব্রাঞ্চের সহকারী ম্যানেজার বিষ্ণু নন্দকুমারকে চাকরি থেকে বহিষ্কার করার সিদ্ধান্ত নেয় কোটাক ব্যাংক কর্তৃপক্ষ৷ এই মন্তব্যের জন্য ব্যাংকের তরফে ক্ষমা চেয়ে টুইটারে ওই সহকারী ব্রাঞ্চ ম্যানেজারকে চাকরি থেকে তাড়িয়ে দেওয়ার ঘোষণা করা হয়৷

[সাহস থাকলে শাস্তি দিক সিস্টেম, কাঠুয়া গণধর্ষণে বিস্ফোরক গৌতম]

শুক্রবার অভিযুক্ত ব্যাংককর্মীর আসিফা হত্যাকাণ্ডে অভিযুক্তদের পক্ষ নিয়ে ফেসবুকে একটি পোস্ট করে৷ ওই পোস্টে বিষ্ণু নন্দকুমার লেখেন, ‘‘ভাল হয়েছে, আসিফার আট বছরের মধ্যেই মৃত্যু হয়েছে৷ তা না হলে ও বড় হয়ে ভারতবর্ষের বুকে বোমা ছুড়ত৷’’ মুহূর্তেই পোস্টটি ভাইরাল হয়ে যায়৷ শুরু হয় কমেন্ট যুদ্ধ৷ ব্যাংককর্মীর এহেন কাণ্ড দেখে কোটাক ব্যাংক কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণের জন্য তাদের অফিসিয়াল পেজেও বিষয়টি নিয়ে অভিযোগ জানানো হয়৷ অভিযুক্তকে বরখাস্তের দাবিও উঠতে থাকে৷ সোশ্যাল মিডিয়াজুড়ে অভিযুক্ত ব্যাংককর্মীর শাস্তির দাবিও জানানো হয়৷ বিষয়টি নজরে আসতেই তড়িঘড়ি ব্যবস্থা নেয় ব্যাংক কর্তৃপক্ষ৷ টুইট করে ঘটনায় তীব্র প্রতিবাদ জানিয়ে অভিযুক্ত সহকারী ব্রাঞ্চ ম্যানেজারের চাকরি থেকে ছাঁটাই কারার ঘোষণা করে কোটাক ব্যাংক৷

Advertisement
[আসিফার পাশে দাঁড়িয়েও বিদ্রুপের শিকার সানিয়া, পালটা দিলেন তারকা]

কোটাক ব্যাংকের অফিসিয়াল পেজে লেখা হয়, ‘‘গোটা ঘটনার জন্য আমরা দুঃখিত৷ ১১ এপ্রিল ২০১৮ থেকে আমরা অভিযুক্ত বিষ্ণু নন্দকুমারকে বরখাস্ত করেছি৷ এই ধরনের মন্তব্য কোনও কর্মী যদি করে থাকেন, তাদের জন্যও একইরকম ব্যবস্থা নেওয়া হবে৷ আমরা দৃঢ়ভাবে এই নিন্দা জানাচ্ছি৷’’ জানা গিয়েছে, অভিযুক্ত ওই ব্যাংককর্মী বিজেপি পরিবারের সদস্য৷ নিজেও আরএসএসের সদস্য৷ অভিযুক্তের প্রোফাইলে একাধিক বিজেপি ও আরএসএসের সমর্থনে একাধিক পোস্ট করতে দেখা গিয়েছে৷ যদিও, এই ঘটনার পর থেকে নিজের ফেসবুক অ্যাকাউন্ট ডিলিট করে দিয়েছে অভিযুক্ত ওই ব্যাংককর্মী৷

Advertisement
[‘ওদের ফাঁসি হোক, আর কিছু চাই না!’ কাতর আরজি আসিফার বাবার]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ