Advertisement
Advertisement

আজও অটুট গুরু-শিষ্যের সম্পর্ক, দেশজুড়ে পালিত হচ্ছে শিক্ষক দিবস

বিশেষ শ্রদ্ধা গুগল ডুডলের।

Google doodle pays homage to Sarvepalli Radhakrishnan on Teachers’ day
Published by: Sulaya Singha
  • Posted:September 5, 2018 2:07 pm
  • Updated:September 5, 2018 2:08 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: তিনিই জীবনের মূলমন্ত্র দেন। বড় হয়ে প্রতিষ্ঠিত হওয়ার স্বপ্ন দেখান। শুধু নিজের পায়ে দাঁড়ানোই নয়, মানুষের মতো মানুষ হতে শেখান। জাগিয়ে তোলেন মনুষ্যত্ব বোধ। সেই শিক্ষককেই আজ প্রণাম জানানোর পালা। প্রতি বছরের মতো এবারও শিক্ষক দিবসে নিজেদের গুরুকে প্রমাণ জানাচ্ছেন শিষ্যরা। আর এই বিশেষ দিনটিতে প্রত্যেক শিক্ষককে সম্মান জানিয়েছে গুগল। ডুডলের মাধ্যমে।

গোটা দুনিয়ার সঙ্গে শিষ্যের পরিচয় ঘটান গুরু। ইতিহাস, ভূগোল, বিজ্ঞান, অঙ্ক, অঙ্কন সবকিছুই শেখা তাঁর কাছে। ছাত্রের মধ্যে লুকিয়ে থাকা প্রতিভাকে চিনে তাকে লালনপালন করে প্রস্ফুটিত করার বড় ভূমিকা পাল ন করেন তিনি। সেই ছবিই এদিন গুগল ডুডলে ফুটে উঠেছে।

Advertisement

[নির্বাচনের আগে বড় চমক! মহিলাদের বিনামূল্যে মোবাইল দেবে বিজেপি সরকার]

Advertisement

ইউনেসকোর তরফে ৫ অক্টোবর দিনটিকে বিশ্ব শিক্ষক দিবস হিসেবে সেলিব্রেট করা হয়। যদিও এ দেশে ১৯৬২ সাল থেকে ৫ সেপ্টেম্বর পালিত হয়ে আসছে শিক্ষক দিবস। ১৮৮৮ সালে জন্মানো দেশের দ্বিতীয় রাষ্ট্রপতি সর্বপল্লি রাধাকৃষ্ণণের জন্মদিন উপলক্ষেই উদযাপিত হয় দিনটি। তিনি যেমন একাধারে ছিলেন শিক্ষক, তেমন ছিলেন দার্শনিক, স্কলার এবং রাজনীতিবিদ। যুবসমাজকে শিক্ষিত করে তুলতে বড় ভূমিকা পালন করেছিলেন। শিক্ষাক্ষেত্রে এনেছিলেন আমূল পরিবর্তন। গুরু-শিষ্যের সেই সম্পর্ক আরও অটুট। সেই ট্র্যাডিশন সমানে চলছে। শিষ্যের প্রতি নিজের ধর্ম পালন করে আসছেন গুরু। আর তাঁকে সম্মান জানিয়ে কৃতজ্ঞতা স্বীকার করছেন শিষ্য।

[ভোট বৈতরণী পার হতে এবার গোমাতার ভরসায় কংগ্রেসও]

এদিন সকাল থেকেই সোশ্যাল মিডিয়ায় নিজেদের গুরুর প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন সফল ছাত্ররা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি থেকে ক্রীড়ামন্ত্রী রাজ্যবর্ধন সিং রাঠোর, প্রত্যেকেই শিক্ষক দিবসের শুভেচ্ছা জানিয়েছেন। এই বিশেষ দিন উপলক্ষে সমুদ্রসৈকতে বালুশিল্পী সুদর্শন পট্টনায়েক ফুটিয়ে তুলেছেন সর্বপল্লি রাধাকৃষ্ণণের মুখ। আর সকলকে জানিয়েছেন শিক্ষক দিবসের শুভেচ্ছা।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ