Advertisement
Advertisement

উপরাষ্ট্রপতি নির্বাচনেও সংখ্যার দৌড়ে এগিয়ে বিজেপিই

সন্ধে ৭টায় জানা যাবে ফল।

Gopalkrishna Gandhi vs Venkaiah Naidu in vice presidential poll today
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:August 5, 2017 6:52 am
  • Updated:August 5, 2017 7:28 am

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: উপরাষ্ট্রপতি নির্বাচনের লড়াই শুরু। আর এই দৌড়েও এগিয়ে বিজেপি। সংখ্যার দৌড়ে এগিয়ে রয়েছেন বিজেপি শিবিরের প্রার্থী বেঙ্কাইয়া নাইডু। লোকসভা ও রাজ্যসভা মিলিয়ে বিজেপির সংখ্যাগরিষ্ঠতা থাকায় তাঁর জয় কেবল সময়ের অপেক্ষা বলেই মনে করছে রাজনৈতিক মহল। তবে ভোটে জয় কার্যত নিশ্চিত জেনেও সতর্ক বিজেপি। ভোট বাতিল রুখতে ডামি ভোট প্র্যাকটিস পর্বও হয়েছিল গেরুয়া শিবিরে। অন্যদিকে, বিরোধী শিবিরের উপরাষ্ট্রপতি পদের প্রার্থী গোপালকৃষ্ণ গান্ধী। তাঁর বক্তব্য, বিভাজনের রাজনীতির বিরুদ্ধে মতাদর্শের লড়াইয়ে নেমেছেন তিনি।

[কবিগুরুর কলম চুরি, সমন গেল জোড়াসাঁকোয়!]

Advertisement

বর্তমান উপরাষ্ট্রপতি হামিদ আনসারির কাজের মেয়াদ শেষ হচ্ছে ১০ আগস্ট। পর পর দু’বার ওই পদে বহাল হন তিনি। নতুন উপরাষ্ট্রপতি নির্বাচন করার জন্য সংসদে সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ভোট গ্রহণ চলবে। পরে সন্ধ্যা ৭টার নাগাদ ঘোষিত হতে পারে ফল। লোকসভা ও রাজ্যসভার সদস্যরা গোপন ব্যালটে ভোট দিয়ে উপরাষ্ট্রপতি নির্বাচন করবেন। সংসদের উভয় কক্ষের মোট আসন ৭৯০। তার মধ্যে লোকসভায় দু’টি ও রাজ্যসভায় একটি আসন খালি রয়েছে। লোকসভার ৫৪৫ জন সদস্য, যাদের মধ্যে বিজেপির সদস্য সংখ্যা ২৮১। বিজেপি নেতৃত্বাধীন এনডিএর সদস্য ৩৩৮ জন। অন্যদিকে, ২৪৫ আসনের রাজ্যসভায় মধ্যে বিজেপির রয়েছেন ৫৮ জন সদস্য এবং কংগ্রেসের ৫৭ জন। যে প্রার্থী মোট বৈধ ভোটের ৫০ শতাংশ পাবেন এবং আরও একটি অতিরিক্ত ভোট পাবেন, তিনি পরবর্তী উপরাষ্ট্রপতি নির্বাচিত হবেন। আইনি কারণে এবার ভোট দিতে পারবেন না লোকসভায় বিজেপির সাংসদ ছেদি পাসওয়ান।

[OMG! গরুর সঙ্গে যৌনতার অভিযোগ, কী হল যুবকের?]

রাষ্ট্রপতি নির্বাচনে রামনাথ কোবিন্দকে সমর্থন করেছিল বিজু জনতা দল বা বিজেডি এবং জনতা দল ইউনাইটেড বা জেডিউ। কিন্তু এবার তারা বিরোধী প্রার্থী গোপালকৃষ্ণ গান্ধীকে সমর্থনের সিদ্ধান্ত নিয়েছে। যদিও সম্প্রতি আরজেডির হাত ছেড়ে বিজেপির সঙ্গে বিহারে নতুন সরকার গঠন করেছে জেডিইউ। তবুও তারা বিরোধী প্রার্থীকেই সমর্থন করবে বলে জানা গেছে। তবে রাষ্ট্রপতি নির্বাচনের মতোই এই ভোটেও নজর রয়েছে ক্রস-ভোটিং নিয়ে। যেহেতু গোপন ব্যালটে ভোট হবে, তাই কোনও দলের হুইপ জারি করার সুযোগ নেই।

 

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement