Advertisement
Advertisement

Breaking News

Press Freedom

সংবাদমাধ্যমের স্বাধীনতা সূচকে আরও নিচে ভারত, পদ্ধতির ‘গলদ’কেই দুষছে কেন্দ্র

সরকার মতপ্রকাশের স্বাধীনতাকে রক্ষা করতে দায়বদ্ধ, দাবি কেন্দ্রীয় মন্ত্রীর।

Gov rejects World Press Freedom Index findings। Sangbad Pratidin
Published by: Biswadip Dey
  • Posted:July 21, 2022 7:17 pm
  • Updated:July 21, 2022 8:37 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সংবাদমাধ্যমের স্বাধীনতার বিশ্ব সূচকে আরও নিচে নেমে গিয়েছে ভারত। গত মে মাসে প্রকাশিত তালিকায় দেখা গিয়েছিল ১৮০টি দেশের মধ্যে ১৪২ নম্বর স্থান থেকে ১৫০ নম্বরে নেমে গিয়েছে নয়াদিল্লি। এই পরিস্থিতিতে বৃহস্পতিবার রাজ্যসভায় এক লিখিত প্রশ্নের জবাবে তথ্য ও সম্প্রচারমন্ত্রী অনুরাগ ঠাকুর (Anurag Thakur) প্রশ্ন তুললেন ওই সূচকের পদ্ধতি নিয়েই। সংবাদ সংস্থা পিটিআই সূত্রে এই কথা জানা গিয়েছে। 

রাজ্যসভায় দুই সাংসদ মল্লিকার্জুন খাড়গে ও সঞ্জয় সিংয়ের প্রশ্নের জবাব দিতেই এই প্রতিক্রিয়া জানান অনুরাগ। তিনি পরিষ্কার দাবি করেন, সংবিধানের ১৯ নম্বর পরিচ্ছেদে বর্ণিত বাকস্বাধীনতা রক্ষা করতে সরকার সদা সচেষ্ট। সেই সঙ্গে তিনি মনে করিয়ে দেন, প্রেস কাউন্সিল আইন, ১৯৭৮ অনুযায়ী প্রেস কাউন্সিল অফ ইন্ডিয়া তথা PCI প্রতিষ্ঠিত হয়েছিল।

Advertisement

[আরও পড়ুন: বাইকে ট্রাকের ধাক্কায় এ কী ঘটল! সুস্থ সন্তান প্রসবের পরই মৃত্যু মহিলার]

যার উদ্দেশ্যই ছিল সংবাদমাধ্যমের স্বাধীনতাকে রক্ষা করা। কোনও ভাবে সংবাদমাধ্যম বিপন্ন হওয়ার কোনও অভিযোগ জমা পড়লে ওই সংস্থাই বিষয়টি খতিয়ে দেখে। অনুরাগ প্রশ্ন তুলেছেন সংবাদমাধ্যমের স্বাধীনতার বিশ্ব সূচকের পদ্ধতি নিয়েই। তাঁর দাবি, অনেক স্বল্প পরিমাণ ‘নমুনা’ দেখে সূচকের মান নির্ধারণ করা হয়েছে। নির্ধারণের পদ্ধতিতেও বিস্তর গলদ রয়েছে বলেও দাবি তাঁর। তাছাড়া ‘রিপোর্টার্স উইদাউট বর্ডার্স’ নামক যে সংস্থাটি প্রেস ফ্রিডম সূচক সমীক্ষা করে, তা একটি বিদেশি ও স্বেচ্ছাসেবী সংস্থা। কেন্দ্রীয় সরকার তাই তাকে মান্যতা দেয় না।

Advertisement

এদিকে এদিন মল্লিকার্জুন খাড়গে অনুরাগের কাছে জানতে চান, কতজন সাংবাদিক সম্প্রতি গ্রেপ্তার হয়েছেন। এর উত্তর অবশ্য দিতে পারেননি কেন্দ্রীয় মন্ত্রী। তিনি বলেন, ‘ন্যাশনাল ক্রাইম রেকর্ডস ব্যুরো’ আলাদা করে সাংবাদিকদের নিয়ে এমন কোনও তথ্য সংরক্ষণ করে না।

এছাড়াও মঙ্গলবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক ও কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রকের কাছে সংবাদমাধ্যম সংক্রান্ত গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন করেন দক্ষিণ কলকাতা লোকসভা কেন্দ্রের সাংসদ মালা রায়। জবাবে স্বরাষ্ট্রমন্ত্রক জানায়, সংবিধানের সপ্তদশ অনুচ্ছেদ অনুযায়ী পুলিশ রাজ্যের আওতাভুক্ত। তাই কেন্দ্রের কাছে সেই সংক্রান্ত কোনও তথ্য নেই। 

 
উল্লেখ্য, AltNews-এর প্রতিষ্ঠাতা মহম্মদ জুবেইরের গ্রেপ্তারিতে দেশে সংবাদমাধ্যমের স্বাধীনতা নিয়ে নতুন করে প্রশ্ন উঠে গিয়েছিল। কেবল দেশেই নয়, প্রতিবাদের ঢেউ পৌঁছে গিয়েছিল বিদেশেও। অভিযোগ উঠেছিল, শাসক বিজেপি সংবাদমাধ্যমের কণ্ঠরোধ করতে চাইছে। অবশেষে বুধবার জামিন পেয়েছেন জুবেইর। আর এর মধ্যেই ফের সংবাদমাধ্যমের স্বাধীনতা সংক্রান্ত প্রশ্নের মুখে পড়তে হল কেন্দ্রকে। যদিও তথ্য যাচাইয়ের নামে কেউ সমাজে অস্থিরতা ছড়াতে চাইলে তাঁর বিরুদ্ধে আইনি পদক্ষেপ করা হবে বলেই হুঁশিয়ারি দেন অনুরাগ। 

গত মে মাসে প্রকাশিত সংবাদমাধ্যমের স্বাধীনতার বিশ্ব সূচকের তালিকায় দেখা গিয়েছিল, ভারতের প্রতিবেশী দেশগুলির মধ্যে একমাত্র নেপাল ১০০-র নিচে রয়েছে। তাদের স্থান ৭৬ নম্বরে। শ্রীলঙ্কা রয়েছে ১৪৬ ও মায়ানমার রয়েছে ১৭৬ স্থানে। বাংলাদেশ রয়েছে ১৬২তম অবস্থানে।

[আরও পড়ুন: সুন্দরবনে বেড়াতে যাওয়াই কাল, গোমর নদীতে নৌকা থেকে নিখোঁজ পর্যটক]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ