Advertisement
Advertisement

Breaking News

Accident

বাইকে ট্রাকের ধাক্কায় এ কী ঘটল! সুস্থ সন্তান প্রসবের পরই মৃত্যু মহিলার

আপাতত সদ্যোজাতের মুখ দেখেই বধূর মৃত্যুশোক ভুলেছে পরিবার।

Woman gives birth on road in UP after accident, dies later | Sangbad Pratidin

ছবি: প্রতীকী।

Published by: Sucheta Sengupta
  • Posted:July 21, 2022 6:21 pm
  • Updated:July 21, 2022 6:24 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গর্ভবতী স্ত্রীকে বাইকে চড়িয়ে নিয়ে যাচ্ছিলেন চিকিৎসকের কাছে। কিন্তু মাঝপথে দুর্ঘটনা। বাইকে ট্রাকের ধাক্কায় রাস্তায় ছিটকে পড়লেন স্ত্রী। আর তাতেই ঘটে গেল অবিশ্বাস্য ঘটনা। রাস্তার ধারে পড়ে গিয়েই মহিলা সন্তান প্রসব (Gives birth) করলেন। আর তারপরই তাঁর মৃত্যু হল। চিকিৎসকরা বলছেন, মায়ের মৃত্যু হলেও সদ্যোজাত কিন্তু সুস্থই। উত্তরপ্রদেশের (Uttar Pradesh) ফিরোজাবাদের ঘটনায় তাজ্জব সকলে। মৃত্যুশোক ছাপিয়ে নবজাতকের আবির্ভাবে খুশি পরিবার।

আগ্রার (Agra) ধানাউলার বাসিন্দা রামু। বুধবার স্ত্রী কামিনীকে নিয়ে বাইকে চড়ে যাচ্ছিলেন ডাক্তারের কাছে। কামিনী আট মাসের অন্তঃসত্ত্বা। নারখির কাছে বার্ত্রা গ্রামে তাঁদের বাইকে ধাক্কা মারে একটি ট্রাক। সেই ধাক্কায় রাস্তার ধারে গিয়ে ছিটকে পড়েন কামিনী। তারপরই অবিশ্বাস্য ঘটনা। কামিনী জন্ম দেন এক ফুটফুটে কন্যাসন্তানের। আর তারপরই তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

Advertisement

[আরও পড়ুন: বলিউড নায়কদের টক্কর দিতে আসছেন দক্ষিণী বিজয়, ‘লিগার’ ছবির ট্রেলারে বড় চমক

আগ্রার এএসপি (ASP) মুকেশচন্দ্র মিশ্র বলেন, মহিলা রাস্তার ধারে ছিটকে পড়ার পরই সদ্যোজাতের কান্নার শব্দ শোনা যায়। তখনই বোঝা যায়, তিনি সন্তানের জন্ম দিয়েছেন। সদ্যোজাত সুস্থই রয়েছে। মহিলার দেহটি পাঠানো হয়েছে ময়নাতদন্তের জন্য। আচমকা গৃহবধূর মৃত্যুর খবর পেয়ে মাথায় যেন আকাশ ভেঙে পড়ে রামুর পরিবারের সদস্যদের। কিন্তু ওই! দুঃসংবাদের পিছন পিছনই এল সুসংবাদ। তাঁরা জানতে পারলেন, মৃত বধূ ফুটফুটে এক সন্তানের জন্ম দিয়ে গিয়েছে। আপাতত সদ্যোজাত কন্যাই তাঁদের শোকে প্রলেপ দিয়েছে।

Advertisement

[আরও পড়ুন: বর্ষীয়ান নাগরিকদের ট্রেনের ভাড়ায় ছাড় নয়, জানিয়ে দিলেন রেলমন্ত্রী]

গত সপ্তাহে এমনই একটি ঘটনা ঘটেছিল বাংলাদেশের (Bangladesh) ময়মনসিংহের ত্রিশাল এলাকায়। স্থানীয় সূত্রে খবর, বেসরকারি ক্লিনিক থেকে শারীরিক পরীক্ষা করে বেরিয়ে স্বামী-স্ত্রী এবং তাঁদের বড় মেয়ে রাস্তা পার করছিল। সেই সময় একটি বেপরোয়া ট্রাক তাদের ধাক্কা মারে। ঘটনাস্থলেই মৃত্যু হয় তিনজনের। কিন্তু ঘটনাস্থলেই অন্তঃসত্ত্বার পেট ফেটে সন্তান জন্ম নেয়। দুর্ঘটনায় সদ্যোজাতর হাতে চোট লাগলেও সে সুস্থ। কামিনীর দুর্ঘটনা ফের ফিরিয়ে আনল সেই স্মৃতি।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ