Advertisement
Advertisement
করোনা

একদিনে ফের রেকর্ড বৃদ্ধি, করোনা সংক্রমণের নিরিখে বিশ্বের প্রথম দশে ভারত

লকডাউন শিথিল হওয়ার ফলেই কী বাড়ছে সংক্রমণ?

Highest ever spike of 6977 #COVID19 cases in India
Published by: Sayani Sen
  • Posted:May 25, 2020 10:06 am
  • Updated:May 25, 2020 10:08 am

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সবেমাত্র শিথিল হতে শুরু করেছে লকডাউন। আর তারই মাঝে স্বাস্থ্যমন্ত্রকের তরফে মিলছে আশঙ্কার বাণী। কারণ প্রতিদিনই হু হু করে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। এই নিয়ে পরপর চারদিন রেকর্ড হারে বাড়ল করোনা আক্রান্তের সংখ্যা।

সোমবার সকালে দেওয়া স্বাস্থ্যমন্ত্রকের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়েছেন ৬ হাজার ৯৭৭ জন। যা এখনও পর্যন্ত সর্বোচ্চ। দেশজুড়ে মোট আক্রান্তের বেড়ে দাঁড়াল ১ লক্ষ ৩৮ হাজার ৮৪৫ জন। করোনা সংক্রমণের নিরিখে বিশ্বের প্রথম দশে স্থান  ভারতের। গত ২৪ ঘণ্টায় মোট ১৫৪ জনের মৃত্যু হয়েছে। মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৪০২১ জন। তবে সুস্থতার সংখ্যা আশঙ্কা কমাচ্ছে অনেকটাই। এখনও পর্যন্ত সুস্থ হয়েছেন ৫৭ হাজার ৭২০ জন।

Advertisement

[আরও পড়ুন: করোনা আবহে বন্যার কোপ, অসমে ক্ষতিগ্রস্ত অন্তত ১০ হাজার মানুষ]

গত  বৃহস্পতিবার নতুন করে ৫ হাজার ৬০৯ জনের শরীরে থাবা বসিয়েছিল করোনা। শুক্রবার অতীতের সব রেকর্ড ভেঙে একলাফে নতুন করে ৬ হাজার ৮৮ জনের শরীরে মেলে মারণ ভাইরাস। শনিবার দেশে করোনা সংক্রমিত হয়েছেন ৬ হাজার ৬৫৪ জন।  রবিবার সংক্রমিতের সংখ্যাটা আরও বাড়ে। মোট ৬ হাজার ৭৬৭ জন করোনা আক্রান্ত হন। সোমবার আবারও রেকর্ড হারে বাড়ল আক্রান্তের সংখ্যা। মোট  ৬ হাজার ৯৭৭ জন আক্রান্ত হন। যা এখনও পর্যন্ত সর্বোচ্চ। 

[আরও পড়ুন: কঠোর স্বাস্থ্যবিধি মেনে দু’মাস পর দেশজুড়ে শুরু বিমান পরিষেবা, বাদ বাংলা]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ