BREAKING NEWS

২০ জ্যৈষ্ঠ  ১৪৩০  রবিবার ৪ জুন ২০২৩ 

READ IN APP

Advertisement

শ্রদ্ধা কাণ্ডের ছায়া হায়দরাবাদে, সঙ্গীকে খুন করে দেহ টুকরো করল প্রেমিক

Published by: Anwesha Adhikary |    Posted: May 25, 2023 1:14 pm|    Updated: May 25, 2023 1:14 pm

Hyderabad: Man kills partner, chops body in pieces after feud on 7 lac rupees | Sangbad Pratidin

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফের শ্রদ্ধা কাণ্ডের ছায়া দেশে। সঙ্গীকে খুন করে পাথর কাটার মেশিন দিয়ে দেহ টুকরো করে রেখেছিল হায়দরাবাদের (Hyderabad) এক ব্যক্তি। তারপরে শহরের নানা প্রান্তে সেই মৃতদেহের টুকরো ছড়িয়ে দেয় সে। প্রায় এক সপ্তাহ ধরে তল্লাশির পরে অভিযুক্তকে গ্রেপ্তার করে পুলিশ। তাকে জেরা করে জানা গিয়েছে, সঙ্গীর থেকে ৭ লক্ষ টাকা ধার নিয়েছিল ওই ব্যক্তি। সেই টাকা ফেরত দিতে না চেয়েই সঙ্গীকে খুন করে সে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতার নাম অনুরাধা রেড্ডি। ৫৫ বছর বয়সি ওই মহিলার থেকে ২০১৮ সালে ৭ লক্ষ টাকা ধার নিয়েছিল অভিযুক্ত চন্দ্র মোহন। বেশ কয়েকদিন থেকে দু’জনের সম্পর্কে অবনতি হয়। সেই সময়েই ধারের টাকা ফেরত চান অনুরাধা। সেই নিয়ে প্রায়শই ঝগড়া লেগে থাকত। টাকা ফেরত দিতে না চেয়েই অনুরাধাকে খুনের ছক করে চন্দ্র। গত ১২ মে ছুরি দিয়ে কুপিয়ে অনুরাধাকে খুন করে ৪৮ বছরের অভিযুক্ত।

[আরও পড়ুন: ইলিশ ১৬০০, খাসি ৮৫০, জামাইষষ্ঠীর সকালে পকেট ফাঁকা শ্বশুরের]

খুনের পর চন্দ্র দুটি পাথর কাটার মেশিন কিনে আনে। তা দিয়েই মৃতদেহটি টুকরো করে রাখে। সময় বুঝে শহরের নানা প্রান্তে সেই টুকরোগুলি ছড়িয়ে দেওয়ার পরিকল্পনা ছিল তার। সেই মতোই অনুরাধার মাথা-সহ বেশ কয়েকটি টুকরো নানা জায়গায় ছড়িয়ে দেয়। শুধু তাই নয়, মৃতদেহের টুকরো ফেলার পর সেখানে ফিনাইল, ডেটল, সুগন্ধি ঢেলে দিত। দেহাংশ পচে গিয়ে যেন দুর্গন্ধ না বেরয়, সেজন্যই এই পন্থা। কিন্তু অনুরাধার ফোন থেকে তাঁর পরিচিতদের সঙ্গে যোগাযোগও রেখেছিল সে।

দিনকয়েক আগে আবর্জনার স্তুপে অজ্ঞাতপরিচয় এক মহিলার মাথা দেখতে পান এক সাফাই কর্মী। কালো কাপড়ে মোড়া ওই মাথা দেখতে পেয়েই পুলিশে জানান তিনি। আট সদস্যের বিশেষ দল গড়ে এই ঘটনার তদন্ত শুরু করে হায়দরাবাদ পুলিশ। এক সপ্তাহ ধরে তল্লাশির পরে চন্দ্রকে গ্রেপ্তার করা হয়েছে। জেরার পরে জানা গিয়েছে, খুনের তিনদিন পর থেকে দেহাংশ নানা জায়গায় ছড়াতে শুরু করে সে। যদিও এখনও অনুরাধার দেহাংশের সন্ধান পায়নি পুলিশ। 

[আরও পড়ুন: বঙ্গ BJP’র নেতাদের পাত্তাই দেয় না জেলা সভাপতিরা! বিস্ফোরক অনুুপম হাজরা]

Sangbad Pratidin News App: খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে লাইক করুন ফেসবুকে ও ফলো করুন টুইটারে