সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: জম্মু ও কাশ্মীরের পুলওয়ামাতে ফের সিআরপিএফের কনভয়ে হামলা চালানোর চেষ্টা করল জঙ্গিরা। তাদের সেই ছক বানচাল হলেও আইইডি (IED) বিস্ফোরণের ফলে জখম হয়েছেন এক জওয়ান। রবিবার সকালে ঘটনাটি ঘটেছে পুলওয়ামা জেলার গাঙ্গু এলাকায়।
One CRPF jawan injured in IED attack by terrorists in Gangoo area of Pulwama, Jammu and Kashmir; area cordoned off, search operation underway. pic.twitter.com/Swyr2OysJb
— ANI (@ANI) July 5, 2020
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রবিবার সকালে পুলওয়ামা রোড এলাকায় সিআরপিএফ (CRPF) -এর কনভয় যাওয়ার আগে টহলদারি চালাচ্ছিলেন জওয়ানরা। তাঁরা যখন ওই এলাকায় থাকা অটো স্ট্যান্ডের কাছে তল্লাশি চালাচ্ছিলেন তখন আইইডি বিস্ফোরণ হয়। এর ফলে সিআরপিএফের একজন কনস্টেবল জিডি প্রদীপ দাস জখম হন। তাঁকে হাসপাতালে ভরতি করা হয়েছে।
[আরও পড়ুন: প্রবল বর্ষণে বিপর্যস্ত ভারতের বিস্তীর্ণ অঞ্চল, উত্তরপ্রদেশ ও বিহারে বজ্রাঘাতে মৃত ৪৩]
এপ্রসঙ্গে কাশ্মীর পুলিশের একজন সিনিয়র আধিকারিক জানান, কনভয় যাওয়ার আগে পুলওয়ামা রোডের গাঙ্গু (Gangoo) এলাকার অটো স্ট্যান্ডের কাছে তল্লাশি চালাচ্ছিলেন সিআরপিএফ জওয়ানরা। সেসময় সেখানে থাকা একটি অটোমোবাইল শোরুমের কাছে আইইডি বিস্ফোরণ হয়। এর জেরে জিডি প্রদীপ দাস নামে সিআরপিএফের ১৮২ নম্বর ব্যাটেলিয়ানের একজন কনস্টেবল জখম হয়েছেন। তাঁকে হাসপাতালে ভরতি করার পাশাপাশি গোটা এলাকা ঘিরে ফেলে তল্লাশি চালানো হচ্ছে। তবে এখনও পর্যন্ত কেউ গ্রেপ্তার হয়নি।